আমরা সত্যিই অসাধারণ বোলিং করেছি : মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩২ এএম, ১৪ মে ২০১৯
আমরা সত্যিই অসাধারণ বোলিং করেছি : মাশরাফি

ডাবলিনের ম্যালাহাইড ক্রিকেট মাঠে ক্যারিবিয়ানদের ৫ উইকেটে উড়িয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে উঠতে ব্যাটসম্যানদের কাজটা মূলত সহজ করে দিয়েছেন দলের বোলাররাই। তাই ম্যাচ শেষে বোলারদের প্রংশসায় পঞ্চমুখ ছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

টানা দুটি ম্যাচে নিজের ছায়া হয়ে থাকা মোস্তাফিজ এদিন দেখা পেয়েছেন নিজের। ৯ ওভারে ৪৩ রান খরচ করে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। তার সঙ্গে সাকিব-মিরাজের ঘূর্ণি জাদু ও নিয়ন্ত্রিত বোলিং ক্যারিবিয়ানদের কোনঠাসা করতেও কার্যকরী ভূমিকা রেখেছে।

তবে অধিনায়ক মাশরাফি কিছুটা খরুচে বোলিং করেও টপ অর্ডার ভেঙে দিতে ভূমিকা রেখেছেন। সবমিলিয়ে বোলিং বিভাগে সবাই কোন না কোন ভাবে অবদান রেখেছেন।

তাই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে বোলারদের প্রশংসা করতে ভুললেন না বাংলাদেশ দলের অধিনায়ক, ‘আমরা যেভাবে খেলেছি, আমি মনে করি আমরা সত্যিই অসাধারণ বোলিং করেছি। সৌভাগ্যবশত আমরা শুরুতেই উইকেট তুলে নিতে পেরেছি। আর এটাই ম্যাচ জিততে ভূমিকা রেখেছে।

ইনিংসের মাঝে মোস্তাফিজ অসাধারণ স্পেল করেছে। সাকিব-মিরাজ এক কথায় ছিলো অসাধারণ। ফাইনালে যেতে এর চেয়ে সেরা পারফরম্যান্স আর কিছুতেই হতে পারে না।’

এই কৃতিত্বে বাংলাদেশ আরও একটি ফাইনালে উঠেছে সপ্তমবারের মতো। আগামী শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ।

তাই এখন মাশরাফিদের চোখ সেদিকেই, ‘আমাদের আরও দুটি ম্যাচ বাকি। তাই আরও ভালো করার বিকল্প নেই। এর জন্য আমাদের আরও পরিশ্রমের বিকল্প নেই। আশা করি ফাইনালেও নিজেদের সেরা ক্রিকেটই খেলতে পারবো।’


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাহীর অভিষেক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাহীর অভিষেক

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো টাইগার যুবারা

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো টাইগার যুবারা

ইংল্যান্ডের পেসারের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ, আইসিসির নাকচ

ইংল্যান্ডের পেসারের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ, আইসিসির নাকচ