বৃষ্টির ‘দৌড়ানি’র পর নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচে টস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১৯ জুন ২০১৯
বৃষ্টির ‘দৌড়ানি’র পর নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচে টস

ছবি : গেটি ইমেজ

বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি! ইংল্যান্ডে চলমান বিশ্বকাপ যেন সত্যিই বৃষ্টিময় হয়ে উঠেছে। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্তের রেকর্ড গড়ার পরও যেন কিছুতেই থামছে না বৃষ্টির ‘দৌড়ানি’।

বুধবার (১৯ জুন) বিশ্বকাপের ২৫তম ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি বাংলাদেশ সময় সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। তার আগে ৩টায় (বাংলাদেশ সময়) টস অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে তাও সম্ভব হয়নি। কারণ, সেই বৃষ্টি।

নির্ধারিত সময়ে প্রায় দুই ঘণ্টা পর পৌনে পাঁচটার দিকে শুরু হয় এ ম্যাচ। তার আগে টস অনুষ্ঠিত হয়। টসে নিউজিল্যান্ড জয় পেয়ে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ফলে টস হেসে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা।

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত থাকা গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড তাদের পঞ্চম ম্যাচ খেলতে মাঠে নেমেছে। জয় দিয়ে শুরু করা দলটি ৩ জয় ও এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সাত পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে।

এদিকে গত ম্যাচের ন্যায় কিউইদের একাদশ অপরিবর্তিত থাকলেও টুর্নামেন্টে নিজেদের ষষ্ঠ ম্যচে খেলতে নামা দক্ষিণ আফ্রিকার একাদশে ফিরেছেন পেসার লুঙ্গি এনগিডি। ইনজুরিতে আক্রান্ত ছিলেন তিনি।

পাঁচ ম্যাচে মাত্র একটি জয় ও এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তিন পয়েন্ট নিয়ে দশ দলের টুর্নামেন্টে ৮ম স্থানে রয়েছে প্রোটিয়ারা। টুর্নামেন্টে টিকে থাকতে এ ম্যাচে জয়ের কোন বিকল্প নেই ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন প্রোটিয়াদের।

দক্ষিণ আফ্রিকা একাদশ
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), আইডেন মার্করাম, কুইন্টন ডি কক, হাশিম আমলা, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দিল ফেলুকুয়াও, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ক্রিস মরিস, ইমরান তাহির।

নিউজিল্যান্ড একাদশ
কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, কলিন মুনরো, রস টেইলর, জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, টম লাথাম।


শেয়ার করুন :


আরও পড়ুন

যেখানে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

যেখানে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

একটু ক্যাপ্টেনের কথা বলি

একটু ক্যাপ্টেনের কথা বলি

আফগানিস্তানকে হারিয়ে শীর্ষে নিউজিল্যান্ড

আফগানিস্তানকে হারিয়ে শীর্ষে নিউজিল্যান্ড

১০ উইকেটে হারের লজ্জা পেল হাথুরুর শ্রীলঙ্কা

১০ উইকেটে হারের লজ্জা পেল হাথুরুর শ্রীলঙ্কা