আফগানিস্তানকে হারিয়ে শীর্ষে নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৬ এএম, ০৯ জুন ২০১৯
আফগানিস্তানকে হারিয়ে শীর্ষে নিউজিল্যান্ড

ছবি : গেটি ইমেজ

স্বাগতিক ইংল্যান্ডের কাছে শতরানের ব্যবধানের বাংলাদেশের হারের দিনে নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে গেছে আফগানিস্তান। আফগানদের ১৭২ রানের অলআউট করে ১০৭ বল হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে এ জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।

শনিবার (৮ জুন) বিশ্বকাপের ১৩তম ও দিনের দ্বিতীয় খেলায় টস হেরে প্রথমে ব্যাট কেতে নামে আফগানিস্তান। ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের মিডিয়াম ফাস্ট বোলার জেমস নিশাম ও লোকি ফার্গুসনের বোলিং তোপে ১৭২ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান।

ব্যাটিং করতে নেমে শুরুটা বেশ ভালোই করে বিশ্ব ক্রিকেটের উদীয়মান শক্তি উপমহাদেশের দল আফগানিস্তান। ইনজুরির কারণে নিয়মিত ওপেনার মোহাম্মদ শাজাদের পরিবর্তে নুর আলী জাদরান ও হাযরত উল্লাহ জাজাই উদ্বোধনী জুটিতে ১০ দশমিক ৫ ওভারে ৬৬ রান সংগ্রহ করে।

জাজাই ২৮ বল মোকাবেলায় ৫ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ৩৪ রান করে নিশামের প্রথম শিকার হলে দলীয় ৬৬ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। মাত্র দুই বল পর আবারও আফগান শিবিরে আঘাত হানে টুর্নামেন্টে আগের দুই ম্যাচেই জয় পাওয়া কিউইরা।

দলীয় স্কোরে আর কোন রান যুক্ত হওয়ার আগেই পেসার লোকি ফার্গুসনের শিকার হন আরেক ওপেনার নুর আলী জাদরান। ৩৮ বল মোকাবেলায় ৫টি বাউন্ডারির সাহায্যে ৩১ রান করেন জাদরান। এরপর রানের খাতা খোলার আগে রহমত শাহ নিশামের দ্বিতীয় শিকারে পরিনত হলে দলীয় ৬৬ রানেই তৃতীয় উইকেট হারায় আফগানরা। এর মধ্যে একমাত্র ব্যতিক্রম ছিলেন হাসমউল্লাহ শাহিদী। এক প্রান্ত আগলে রেখে কেবলমাত্র সতীর্থদের আসা-যাওয়াই দেখেছেন তিনি।

টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলার সুযোগ পাওয়া আফতাব আলম ছাড়া শেষ দিকে আর কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। শাহিদী ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম হাফ সেঞ্চুরি তুলে ৫৯ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হলে ৪১ দশমিক ১ ওভারে ১৭২ রানে থামে আফগানিস্তান ইনিংস।

৯৯ বল মোকাবেলায় ৯টি বাউন্ডারি হাকিয়ে ফার্গুসনের চতুর্থ শিকার হন শাহিদী। অপর প্রান্তে ১১ বলে ৭ রানে অপরাজিত থাকেন হামিদ হাসান। অন্যদিকে ১০ ওভার বোলিং করে ৩১ রানে পাঁচ উইকেট শিকার করেন নিশাম। ৯.৩ ওভার বোলিং করে ৩৭ রানে ৪ উইকেট নেন ফার্গুসন।

১৭৩ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার মার্টিন গাপটিল শূন্য রানেই সাজঘরে ফেরেন। আফগান বোলার আফতাব আলমের প্রথম বলেই নজিবউল্লাহ জাদরানের হাতে ক্যাচ বন্দি হয়ে আউট হন তিনি।

আরেক ওপেনার কলিন মুনরো ২৪ বলে ২২ রান করে আউট হন। তার এ ২২ রানে কোন ছক্কার মার না থাকলেও ৪টি চারের মার ছিল। ওপেনার দুইজন আউট হলেও ওয়ান ডাউনে নামা অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট চলতে থাকে।

মুনরো আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামা রস টেইলর ৫২ বলে অর্ধশত থেকে মাত্র ২ রান দূরে থাকতে আউট হন। রস টেইলরের ৪৮ রানে ৬টি চারের মারে সাথে ১টি ছয়ের মারও ছিল। রস টেইলর চলে গেলেও টম লাথামকে সঙ্গে নিয়ে রান তুলেন উইলিয়ামসন।

টম লাথাম ১৮ বল মোকাবেলা করে ১৩ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে অধিনায়ক কেন উইলিয়ামসনের ৯৯ বলে অপরাজিত ৭৩ রানের সহজেই জয়ে বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের ৭৩ রানে ৯টা চারের মার থাকলেও ছিল না কোন ছয়ের মার।

ম্যাচ সেরা হয়েছেন ১০ ওভার বল করে ৩১ রান দিয়ে ৫ উইকেট তুলে নেওয়া নিউজিল্যান্ডের মিডিয়াম ফাস্ট বোলার জেমস নিশাম। এ জয়ে তিন ম্যাচে তিনটিতেই জয়ী হওয়ায় ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড ৩ ম্যাচে ‍৩টিতে জয় তুলে নিলেও সমান সংখ্যক ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি আফগানিস্তান। অর্থাৎ ৩ ম্যাচ খেলে শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে রয়েছে আফগানিস্তান।


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবের সেঞ্চুরিতেও ইংল্যান্ডের বিপক্ষে শতরানের পরাজয়

সাকিবের সেঞ্চুরিতেও ইংল্যান্ডের বিপক্ষে শতরানের পরাজয়

বিশ্বকাপের চতুর্থ সেঞ্চুরিয়ান জেসন রয়

বিশ্বকাপের চতুর্থ সেঞ্চুরিয়ান জেসন রয়

বিশ্বকাপের মঞ্চে সাকিবের প্রথম শতক

বিশ্বকাপের মঞ্চে সাকিবের প্রথম শতক

বিশ্বকাপে রানের রেকর্ড গড়লো ইংল্যান্ড

বিশ্বকাপে রানের রেকর্ড গড়লো ইংল্যান্ড