শামির হ্যাটট্রিকে ভারতের শ্বাসরুদ্ধকর জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৪ পিএম, ২২ জুন ২০১৯
শামির হ্যাটট্রিকে ভারতের শ্বাসরুদ্ধকর জয়

ছবি : গেটি ইমেজ

দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ে মাত্র ২২৪ রানেই কোহলি-ধোনিদের ব্যাটিং লাইন-আপ আটকে দিয়েছিল আফগানিস্তান। ব্যাট হাতেও প্রায় জয়ের প্রান্তে পৌঁছে গিয়েছিল তারা। অভিজ্ঞ ভারতের সাথে পুঁচকে আফগান বুদ্ধিমত্তায় পেরে ওঠেনি।

টুর্নামেন্টের শেষে ওভারে মোহাম্মদ শামির হ্যাটট্রিক উইকেটে ১ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেছে ভারত। এ জয়ে ৫ ম্যাচে ৯ পয়েন্ট অর্জন করলো ভারত।

সাউদাম্পটনে টুর্নামেন্টের ২৮তম ম্যাচে শনিবার (২২ জুন) টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু ব্যাট হাতে মাঠে নেমেই বিপদে পড়ে যায় দুইবারের চ্যাম্পিয়ন দলটি।

স্পিন বোলিং দিয়ে শুরু করা আফগানরা চমকে দেন শক্তিশালী ভারতকে। মুজিব উর রহমান দলীয় মাত্র ৭ রানে ফেরান ওপেনার রোহিত শর্মাকে। দুই ম্যাচে সেঞ্চুরি করা রোহিত ১০ বল খেলে করেন এক রান। দলীয় ৬৪ রানে আরেক ওপেনার লোকেশ রাহুলকে বিদায় করে দ্বিতীয় চমক দেখার আরেক স্পিনার মোহাম্মদ নবী।

পরপর দুই ওপেনারকে হারিয়ে প্রথমেই চাপে পড়ে ভারত। তবে তৃতীয় উইকেট জুটিতে ব্যাট করতে নেমে বিরাট কোহলি আর বিজয় শঙ্কর মিলে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন। এ জুটি ভাঙার আগেই ভারত পৌঁয়ে যায় ১২২ রানে। রহমত শাহর এলবিডব্লিুর শিকার হয়ে বিজয় শঙ্করের বিদায়ে ভাঙে এ জুটি। তৃতীয় উইকেট জুটিতে বিরাট কোহলির সঙ্গে ৫৮ রান করেন তিনি।

দলীয় ১৩৫ রানে অধিনায়ক বিরাট কোহলির উইকেট হারায় ভারত। মোহাম্মদ নবীর বলে রহমত শাহকে ক্যাচ দিয়ে মাঠ ছাড়ার আগে কোহলি করেন ৬৭ রান। ১৩৫ রানে ভারতের প্রথম চার উইকেট নিয়ে ম্যাচে নিজেদের শক্তির জানান দেয় আফগানিস্তান।
 
এরপর ভারতকে এগিয়ে নেওয়ার দায়িত্ব পড়ে মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদবের ওপর। তবে দ্রুত ৪ উইকেট পড়ায় ধীর গতিতে রান তুলতে থাকেন তারা। তবে দলকে ১৯২ রানে নিয়ে আর টিকতে পারেননি ধোনি।

ধোনি আউট হলেও কেদার যাদবের ব্যাটেই দুশ রানের কোটা পার করেন ভারত। আর দলকে ২২৩ রানে নিয়ে মাঠ ছাড়েন তিনি। গুলবাদিন নাইবের বলে আউট হওয়ার আগে ৬৮ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৫২ রান করেন যাদব। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২২৪ রানেরই আটকে যায় ভারতের ইনিংস।

আফগান বোলারদের মধ্যে মোহাম্মদ নবী ও গুলবাদিন নাইব সর্বোচ্চ ২টি করে উইকেট পান। মুবিজ উর রহমান ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে একটি উইকেট নেন। এছাড়া আফতাব আলম, রশিদ ও রহমত শাহও একটি করে উইকেট নেন। উইকেট বঞ্চিত হননি আফগানিস্তানের কোন বোলারই।

২২৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভালোই শুরু করে আফগানিস্তান। ধীরগতিতে রান তুলতে থাকেন দুই ওপেনার। ততে তারা বেশি দূর যেতে পারেননি। ওপেনার হযরতউল্লাহ জাজাই ২৪ বলে মাত্র ১০ রান করে আউট হন। আরেক ওপেনার ও অধিনায়ক গুলবাদিন নায়েব ৪২ বল মোকাবেলা করে করেন ২৭ রান।

এরপর ব্যাট হাতে দলের পক্ষে রহমত শাহ ৪৫ বলে ২১ রান আউট হন। তবে ব্যাট হাতে রানের চাকা সচল রাখেন মোহাম্মদ নবী। শেষ পর্যন্ত তার ব্যাটেই ভারতের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখে আফগানিস্তান।

শেষ ওভারে জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন হয় ১৬ রানের। ব্যাট হাতে তখন স্টাইক প্রান্তে দাঁড়িয়ে মোহাম্মদ নবী। আর বল করতে আসেন মোহাম্মদ শামি। শামির প্রথম বলেই চার মারেন নবী। দ্বিতীয় বলে কোন রান না নেওয়া নবী তৃতীয় বলে ছক্কা হাকাতে গিয়ে আউট হয়ে যান।

নবীর আউটে উল্লাসে ফেটে পড়েন কোহলিরা। শামির চতুর্থ বলে শূন্য রানে হন আফতাব আলম এবং পঞ্চম বলে মুজিব-উর-রহমানকে আউট করে হ্যাটট্রিক করেন শামি। একই সঙ্গে ১১ রানে ভারতের জয়ও নিশ্চিত হয়।

মোহাম্মদ শামি বল হাতে ৯.৫ ওভার বল করে ৪০ রান দিয়ে হ্যাটট্রিকসহ ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচমেরা নির্বাচিত হয়েছে ১০ ওভার বল করে ৩৯ রান দিয়ে ২ উইকেট পাওয়া জসপ্রিত বুমরা।


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতকে ২২৪ রানে আটকে দিল পুঁচকে আফগানিস্তান

ভারতকে ২২৪ রানে আটকে দিল পুঁচকে আফগানিস্তান

পাকিস্তানকে ৮৯ রানে হারিয়ে দিল ভারত

পাকিস্তানকে ৮৯ রানে হারিয়ে দিল ভারত

নতুন মাইলফলক স্পর্শ করলেন কোহলি

নতুন মাইলফলক স্পর্শ করলেন কোহলি

সুন্দরের চোখে ফাইনালে ইংল্যান্ডকে হারাবে ভারত

সুন্দরের চোখে ফাইনালে ইংল্যান্ডকে হারাবে ভারত