নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এখনো চূড়ান্ত নয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২৮ জুন ২০১৯
নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এখনো চূড়ান্ত নয়

ফাইল ছবি

বিশ্বকাপ শেষে জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। তবে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের এ সফরের বিষয়ে এখনো অনুমোদন দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কাছে বলেন, ‘কেবলমাত্র নিরাপত্তা বিষয়ে অনুমোদন পেলেই জুলাই মাসে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। এ বিষয়ে এখন কাজ চলছে।’

চলতি বছরের এপ্রিলের শেষ সপ্তাহে ইষ্টার সান ডে উপলক্ষে দ্বীপ রাষ্ট্রটির তিনটি গির্জায় সন্ত্রাসী হামলায় প্রায় তিনশ জন নিহত ও বহু মানুষ আহত হওয়ায় বিসিবি এ সফর বাতিলের সিদ্ধান্ত নেয়। বিসিবি সভাপতি নাজমুল আহসান পাপন জানিয়েছিলেন, এমন অবস্থায় জাতীয় দল শ্রীলঙ্কায় পাঠানো ‘কোনভাবেই’ সম্ভব নয়।

পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ২৫, ২৭ এবং ২৯ জুলাই তিন ম্যাচের সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অবশ্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সফরটি ‘বাতিল’ না করতে বিসিবিকে অনুরোধ জানিয়েছে এবং সফরকারী দলকে ভিভিআইপ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে।

বিসিবি কর্মকর্তাদের বরাত দিয়ে বাসস জানান, বিষয়টি বিসিবি কর্মকর্তারা সরকারি কর্মকর্তাদের জানিয়েছে এবং সেখানকার নিরাপত্তা পর্যবেক্ষণে জাতীয় গোয়েন্দ সংস্থার (এনএসআই) সদস্যের একটি দল ২৬ জুন শ্রীলঙ্কা গেছে।
তারা সেখানে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ শেষে দেশে ফিরে বিসিবির কাছে রিপোর্ট জমা দেবে।

বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘এসএলসি সম্প্রতি সফর অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে এবং আমাদের ভিভিআইপি নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করেছে। আমরা জাতীয় নিরাপত্তা বাহিনীর রিপোর্টের অপেক্ষায় আছি এবং সেটা পেলে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে বসবো এবং তাদের অনুমোদন চাইব।’


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ

বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ

মাশরাফিকে ‘জাতীয় বীর’ বললো আইসিসি

মাশরাফিকে ‘জাতীয় বীর’ বললো আইসিসি

বাংলাদেশের সব ম্যাচই এখন ফাইনাল : মাশরাফি

বাংলাদেশের সব ম্যাচই এখন ফাইনাল : মাশরাফি

ভারতের বিপক্ষে জয়ের ফর্মুলা বাতালেন সৌম্য

ভারতের বিপক্ষে জয়ের ফর্মুলা বাতালেন সৌম্য