তামিমকে নিয়ে যা বললেন মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৯ এএম, ০৩ জুলাই ২০১৯
তামিমকে নিয়ে যা বললেন মাশরাফি
ভারত আগেই সেমিফাইনাল নিশ্চিত করলেও বাংলাদেশের জন্য ভারতের বিপক্ষের ম্যাচটি ছিল বিশ্বকাপে টিকে থাকার লড়াই। আর তাই এ ম্যাচকে ঘিরে সমর্থকদের প্রতাশাও ছিলো বেশি। কিন্তু জয়ের স্বপ্ন দেখিয়েও পারেনি বাংলাদেশ।
 
সাকিব আল হাসান ও শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিন ছাড়া কেউ হাল ধরতে পারেনি দলের। বরাবরের মতো আজও নিরব ছিলো তামিম ইকবাল।

তাছাড়া খেলার শুরুতেই তামিমের ক্যাচ ছেড়ে দেওয়ার ঘটনা ব্যপক সমালোচিত হয়েছে।

সর্বশেষ ভারতের বিপক্ষে ৩১৫ রানের লক্ষ্য তারা করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের আগে সব কয়টি উইকেট হারিয়ে ২৮৬ রান করে বাংলাদেশ। যার ফলে ক্রিকেটের পরাশক্তি ভারতের কাছে ২৮ রানে হেরে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

যদি ব্যক্তিগত ৯ রানে রোহিত শর্মার সহজ ক্যাচটি তালুবন্দি করতে পারতেন তামিম ইকবাল তাহলে এই ম্যাচে পাহাড়সম স্কোর নাও করতে পারত ভারত। ৯ রানে জীবন পেয়ে শর্মা তার নামের পাশে যোগ আরও ৯৫ রান। আর তখনই বড় স্কোর পায় ভারত।

তামিমের এই ক্যাচ মিসের ফলে বিশ্বকাপে নিজের চতুর্থ ও চলমান আসরের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছে শর্মা। যা পুরো ম্যাচে চোখে পড়ার মতো টাইগারদের ওই এক ভূলই এখন ম্যাচ শেষে বাংলাদেশের জন্য বিষফোড়া হয়ে উঠেছে।

আর এমতাবস্তায় ভারতের বিপক্ষে হারের পর সঞ্চালক হার্শা ভোগলের প্রশ্নে ওই ক্যাচ নিয়ে টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘সেই ক্যাচটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। বিশেষ করে যখন রোহিত শর্মার মতো দুর্দান্ত ফর্মে থাকা একজন ব্যাটসম্যানের ক্যাচ ছিল। তবে এমনটা হয় ক্রিকেটে। এর জন্য আমরা কখনোই তামিমকে দোষারোপ করতে পারব না। এটাও ম্যাচেরই একটা অংশ।’


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটিং ব্যর্থতায় ডুবলো বাংলাদেশ, সেমির স্বপ্নের মৃত্যু

ব্যাটিং ব্যর্থতায় ডুবলো বাংলাদেশ, সেমির স্বপ্নের মৃত্যু

ভারতে না হলে ২০২৩ বিশ্বকাপ আয়োজনে ‘প্রস্তুত’ বাংলাদেশ

ভারতে না হলে ২০২৩ বিশ্বকাপ আয়োজনে ‘প্রস্তুত’ বাংলাদেশ

অবসর নিয়ে যা বললেন মাশরাফি

অবসর নিয়ে যা বললেন মাশরাফি

সুযোগ থাকলে কোহলিকে দলে নিতেন মাশরাফি

সুযোগ থাকলে কোহলিকে দলে নিতেন মাশরাফি