বাংলাদেশের চেয়ে এগিয়ে শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৫ পিএম, ২৬ জুলাই ২০১৯
বাংলাদেশের চেয়ে এগিয়ে শ্রীলঙ্কা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে ফেভারিট হিসেবেই খেলতে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা। কারণ, বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ৪৫টি ম্যাচ জিতে ৩৬টিতে জয় তুলে নিয়েছে লঙ্কানরা। পক্ষান্তরে বাংলাদেশের জয় মাত্র ৭টিতে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৭টি জয়ের ৪টিই দেশের মাটিতে, ২টি শ্রীলঙ্কার মাটিতে ও ১টি নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। এছাড়া নিজেদের ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের কাছে এখনও ওয়ানডে সিরিজ হারেনি শ্রীলঙ্কা।

সর্বশেষ বিশ্বকাপে শ্রীলঙ্কা মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের, তবে সেটি আর হয়নি। বৃষ্টির কারণে সে ম্যাচ শেষ পর্যন্ত মাঠে না গড়ালে ১ পয়েন্ট করে ভাগ করে নেয়।

এদিকে বাংলাদেশ দলে নেই নিয়মিত অধিনায়ক মাশরাফি ‍বিন মর্তুজা ও বিশ্বকাপের সেরা পারফরমার সাকিব আল হাসান। বিশ্বকাপ শেষে তিনি ছুটি নিয়েছেন। আর শ্রীলঙ্কা সফলে মাশরাফি থাকলেও শেষ মুহূর্তে ইনজুরিতে পড়ায় সফর থেকে ছিটকে গেছেন তিনি।

মাশরাফি না থাকায় দলের অধিনায়কত্বের দায়িত্ব পড়েছে টাইগার ওপেনার তামিম ইকবালের কাঁধে। এর ফলে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে ১৮তম অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তামিম ইকবালের। তামিম এর আগে বাংলাদেশের কোন ওয়ানডে ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব পালন করেননি।

এছাড়া বাংলাদেশের বিপক্ষে এ ম্যাচের পর ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেবেন লঙ্কান পেনার লাথিস মালিঙ্গা। ফলে শ্রীলঙ্কা দলও চাইবে জয় উপহার দিয়েই মালিঙ্গা বিদায় জানাতে।

এদিকে বর্তমান বাংলাদেশ দলের কোচের দায়িত্বে রয়েছেন খালেদ মাহমুদ সুজন। রোডসকে বিদায় জানানোর পর তাকে এ সিরিজের জন্য ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে অতীত ও বর্তমান বাংলাদেশ দলের চেয়ে শ্রীলঙ্কাকেই ফেবারিট মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে হার-জিতে বাংলাদেশের লাভ-ক্ষতি

শ্রীলঙ্কার বিপক্ষে হার-জিতে বাংলাদেশের লাভ-ক্ষতি

বাংলাদেশের বিপক্ষে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো শ্রীলঙ্কা

ওসব নিয়ে ভাবছেন না তামিম

ওসব নিয়ে ভাবছেন না তামিম

শফিউলকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন কোচ সুজন

শফিউলকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন কোচ সুজন