ভয়হীন সাইফুদ্দিন স্মরণীয় করতে চান প্রত্যাবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০
ভয়হীন সাইফুদ্দিন স্মরণীয় করতে চান প্রত্যাবর্তন

ফাইল ছবি

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে। তবে ইনজুরি তার পিছু ছাড়ছে না, বেশ কিছু দিন ধরেই তিনি মাঠের বাইরে। পিঠের ব্যাথায় দীর্ঘ সময় মাঠের বাইরে কাটানো সাইফুদ্দিন এবার আরও শক্তি সঞ্চার করে মাঠে ফেরার আশা ব্যক্ত করেছেন।

বাংলাদেশে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ম্যাচে ফিরতে যাচ্ছেন এ অলরাউন্ডার। ব্যাটিং ও বোলিং দক্ষতা দিয়ে সাইফুদ্দিন বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এ মুহূর্তে তিনিই টাইগারদের একমাত্র সিম বোলিং অলরাউন্ডার। ফলে দলে তার কদরও অন্য রকম।

মূলত এ কারণে টিম ম্যানেজমেন্টও চায় যত দ্রুত সম্ভব তিনি ছন্দ ফিরে আসুক। সাইফুদ্দিনও চান নিজের এ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে। বাংলাদেশ দলের এ অলরাউন্ডার এমনটাই জানালেন।

বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘দীর্ঘদিন পর মাঠে ফেরার চাপ না নিয়ে এ ম্যাচটি আমার উপভোগ করা দরকার। গত পাঁচ মাস আমি দলের বাইরে ছিলাম। এর আগে বাজে পারফর্মেন্সের কারণে দীর্ঘ আট মাস বাইরে কাটিয়েছি। এখন দলে আসা-যাওয়ায় অভ্যস্ত হয়ে গেছি। আশা করি, এবারের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে পারব।’

সিরিজের তিন ম্যাচেই জিম্বাবুয়েকে হারিয়ে হোয়াইটওয়াশ করতে চান সাইফুদ্দিন। বলেন, ‘আমরা তাদের চেয়ে অনেক বেশি এগিয়ে আছি। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা সম্ভব। টেস্ট ক্রিকেটেও আমরা ভালো পারফর্ম করেছি। ওয়ানডে ক্রিকেটেও সেটি করতে হবে। তাদেরকে হোয়াইটওয়াশ করার অতীত অভিজ্ঞতাও আমাদের আছে। তবে এর নাম ক্রিকেট, এখানে কোন কিছুরই নিশ্চয়তা দেওয়া যায় না।’

পূর্ণ শক্তি দিয়ে খেললে আবারও ইনজুরিতে পড়ার শঙ্কা থাকা সত্ত্বেও জিম্বাবুয়ের বিপক্ষে সামর্থ্যের শতভাগ দিয়ে খেলতে চান বাংলাদেশ দলের এ অলরাউন্ডার। বলেন, ‘কোন খেলোয়াড়ের ক্ষেত্রেই ইনজুরিতে না পড়ার নিশ্চয়তা কেউ দিতে পারে না। পিঠের ব্যাথার কারণে আমি পুনর্বাসনে ছিলাম। তবে আপনি হ্যামস্ট্রিং, হাঁটু কিংবা কুচকির ইনজুরিতেও পড়তে পারেন। তাই আমি ইনজুরি নিয়ে ভয় পাই না। এখন আমি পুনর্বাসনেও অভ্যস্ত হয়ে গেছি।’


শেয়ার করুন :


আরও পড়ুন

‘জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে না পারা হবে ব্যর্থতা’

‘জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে না পারা হবে ব্যর্থতা’

আত্মবিশ্বাস ফিরে পেলেও স্বস্তি মানতে নারাজ মমিনুল

আত্মবিশ্বাস ফিরে পেলেও স্বস্তি মানতে নারাজ মমিনুল

নানা বদলে টাইগারদের ওয়ানডে দল, ফিরলেন মাশরাফি

নানা বদলে টাইগারদের ওয়ানডে দল, ফিরলেন মাশরাফি

জিম্বাবুয়ের বিপক্ষে হার-জিতে যা হবে বাংলাদেশের

জিম্বাবুয়ের বিপক্ষে হার-জিতে যা হবে বাংলাদেশের