ক্যারিয়ারের শেষ টসে হেরে গেলেন মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০৬ মার্চ ২০২০
ক্যারিয়ারের শেষ টসে হেরে গেলেন মাশরাফি

সফররত জিম্বাবুয়ের সাথে অধিনায়ক হিসেবে শেষ টস করলেন টাইগারদের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অধিনায়ক হিসেবে ক্যারিয়ারের শেষ টসে হেরে গেছেন তিনি।

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস। ফলে টস হেলে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে এ ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারে অধিনায়কত্বের ইতি টানছেন টাইগারদের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অনেক জল্পনা-কল্পনা শেষে বৃহস্পতিবার (৫ মার্চ) সংবাদ সম্মেলনে মাশরাফি নিজেই এ ঘোষণা দিয়েছেন।

সফররত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের এ শেষ ম্যাচে জয়লাভ করলে অনন্য এক মাইলফলক স্পর্শ করবেন মাশরাফি। অধিনায়ক হিসেবে নিজের শেষ ম্যাচ তো বটেই, অধিনায়ক হিসেবে ৫০তম ম্যাচ জয়ের রেকর্ডও গড়বেন তিনি। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আর কোন অধিনায়কের নেই।
sportsmail24
এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে আগের ম্যাচ থেকে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আগের ধারণা মতেই একাদশে নেই টাইগারদের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। এছাড়া একাদশে নেই নাজমুল হোসেন শান্ত, শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন।

তাদের চারজনের জায়গা একাদশে ঢুকেছেন মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফুদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

এছাড়া এ ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয়েছে নাঈম ও আফিফের। তবে দু’জনেরই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। দেশের হয়ে নাঈম ৫টি ও আফিফ ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

বাংলোদেশ একাদশ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন,তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ
শন উইলিয়ামস (অধিনায়ক), টিনাশে কামুনহুকামওয়ে, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, রেগিস চাকাভা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), টিনোটেন্ডা মুতোম্বোজি, ডোনাল্ড তিরিপানো, ওয়েসলি মাধেভেরে, কার্ল মুম্বা, চার্লটন শুমা।


শেয়ার করুন :


আরও পড়ুন

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

অধিনায়কত্ব ছাড়ার পর মাশরাফিকে নিয়ে যা বললেন সতীর্থরা

অধিনায়কত্ব ছাড়ার পর মাশরাফিকে নিয়ে যা বললেন সতীর্থরা

নেতৃত্ব ছাড়লেও আপনি আমাদের প্রিয় ‘মাশরাফি ভাই’ : সাকিব

নেতৃত্ব ছাড়লেও আপনি আমাদের প্রিয় ‘মাশরাফি ভাই’ : সাকিব

এমন ম্যাচ খেলাকে সম্মানের মনে করছে জিম্বাবুয়ে

এমন ম্যাচ খেলাকে সম্মানের মনে করছে জিম্বাবুয়ে