রোহিতকে বাইরে রেখে ধাওয়ান-হার্ডিক-ভুবেনশ্বরকে ফেরালো ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ০৮ মার্চ ২০২০
রোহিতকে বাইরে রেখে ধাওয়ান-হার্ডিক-ভুবেনশ্বরকে ফেরালো ভারত

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করলো ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড ( বিসিসিআই)। ভারত দলের নতুন নির্বাচক সুনীল যোশীর অধিনে প্রথমবারের মত দল গঠন করলো ভারত।

১২ মার্চ (বৃহস্পতিবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ম ওয়ানডে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে কোহলির দল। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। আসন্ন সিরিজে দলে ফেরানো হয়ে অলরাউন্ডার হার্দিক পান্ডেয়া, ওপেনার শিখর ধাওয়ান ও পেসার ভুবেনশ্বর কুমারকে। এছাড়া নিয়মিত টেস্ট দলে ঘোরপাক খাওয়া গিলকে রাখা হয়েছে গিলকে। তবে ইনজুরির কারণে আসন্ন এই সিরিজ মিস করছেন ওপেনার রোহিত শর্মা।

হার্দিক পান্ডেয়া সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন ২০১৯ সালের সেপ্টেম্বরে। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন। পিঠের অস্ত্রপাচারের পর ফিরলেও ফিটনেস টেস্টে পাশ করতে না পারায় দলে জায়গা হয়নি। দি পাতিল টুর্নামেন্টে দুই সেঞ্চুরিতে জায়গা করে নিলেন দলে।

এছাড়া নিউজিল্যান্ড সিরিজ থেকে দলে জায়গা ধরে রেখেছেন লোকেশ রাহুল, পৃথ্বী শা, জাদেজা ও শ্রেয়াস আয়াররা। তবে কিউই সিরিজ থেকে ছিটকে গেছে মায়াঙ্ক আগারওয়াল, কেদার যাদব, শিভাম দুবে, শার্দুল ঠাকুর ও মোহাম্মদ সামি।

সিরিজের তিন ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১২, ১৫ ও ১৮ মার্চ।

ভারতের ওয়ানডে স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, পৃথ্বী শ, কেএল রাহুল, মনিশ পান্ডে, শ্রেয়াস আইয়ার, রিশাব পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, জ্যাসপ্রীত বুমরাহ, নভদীপ সাইনি, কুলদীপ যাদব ও শুভম্যান গিল৷



শেয়ার করুন :


আরও পড়ুন

টাইগারদের নতুন অধিনায়ক তামিম ইকবাল

টাইগারদের নতুন অধিনায়ক তামিম ইকবাল

১০০ টাকায় মিলবে বাংলাদেশ-জিম্বাবুয়ের টি-টোয়েন্টি টিকিট

১০০ টাকায় মিলবে বাংলাদেশ-জিম্বাবুয়ের টি-টোয়েন্টি টিকিট

সাকিব কি সত্যিই মাঠে ফিরছেন?

সাকিব কি সত্যিই মাঠে ফিরছেন?

ভারত বধে অস্ট্রেলিয়া মেয়েদের পঞ্চম শিরোপা

ভারত বধে অস্ট্রেলিয়া মেয়েদের পঞ্চম শিরোপা