জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করলো আফগানিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২২ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করলো আফগানিস্তান

টিনএজ লেগ স্পিনার মুজিব উর রহমানের পাঁচ উইকেট প্রাপ্তিতে চতুর্থ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। আর এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে নিশ্চিত করেছে আফগানিস্তান।

সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে ওয়ানডেতে পাঁচ উইকেটের মালিক এখন মুজিব। ১৬ বছর বয়সী মুজিব ৫০ রানে নিয়েছেন ৫ উইকেট। আর তার এই বিধ্বংসী বোলিংয়ে টসজয়ী জিম্বাবুয়ে প্রথমে ব্যাটিং থেকে ৩৪ ওভারে মাত্র ১৩৪ রান সংগ্রহ করে। জবাবে আফগানিস্তান বিনা উইকেটে ২১.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। উদ্বোধনী জুটিতে মোহাম্মদ শাহজাদ ৭৫ ও ইহসানুল্লাহ ৫১ রানে অপরাজিত ছিলেন।

সীমিত ওভারের ম্যাচে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে মুজিবের পাঁচ উইকেট প্রাপ্তি পাকিস্তানি তারকা ওয়াকার ইউনুসের কৃতিত্বতে ছাড়িয়ে গেছে। ১৮ বছর ১৬৪ দিন বয়সে ওয়াকার এই কৃতিত্ব অর্জন করে এতদিন পর্যন্ত তালিকায় শীর্ষে ছিলেন।

৫৪ রানে অপরাজিত থাকা ক্রেইগ এরভিন জিম্বাবুয়ের একমাত্র ব্যাটসম্যান হিসেবে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। শাহজাদ ৭৪ বলে ১০টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সহায়তায় ৭৫ রান সংগ্রহ করেছেন।

আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আবারও এই দুটি দল মুখোমুখি হবে। সে কারণেই এবারের এই সিরিজটি উভয় দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ ছিল।

সংক্ষিপ্ত স্কোর :
জিম্বাবুয়ে : ১৩৪ অল আউট, ৩৮ ওভার (এরভিন ৫৪*: মুজিব ৫-৫০)
আফগানিস্তান : ১৩৫/০, ২১.১ ওভার (শাহজাদ ৭৫*, ইহসানুল্লাহ ৫১*)

ফল : আফগানিস্তান ১০ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : মুজিব উর রহমান (আফগানিস্তান)
সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজে আফগানিস্তান ৩-১ ব্যবধানে এগিয়ে।


শেয়ার করুন :


আরও পড়ুন

দ্বিতীয় টি-টোয়েন্টির দল ঘোষণা, নেই সাকিব

দ্বিতীয় টি-টোয়েন্টির দল ঘোষণা, নেই সাকিব

সাফল্যের নেপথ্যে ‘ও’, কৃতজ্ঞ কোহলি

সাফল্যের নেপথ্যে ‘ও’, কৃতজ্ঞ কোহলি

তাদের অতীত সম্পর্কে কতটুকু জানেন?

তাদের অতীত সম্পর্কে কতটুকু জানেন?

কোহলির সেঞ্চুরি, শেষ ম্যাচেও ভারতের জয়

কোহলির সেঞ্চুরি, শেষ ম্যাচেও ভারতের জয়