টানা দ্বিতীয় টেস্টের রাজদণ্ড পেল ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৩ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮
টানা দ্বিতীয় টেস্টের রাজদণ্ড পেল ভারত

টানা দ্বিতীয় বছরের মতো টেস্টের রাজদণ্ড হাতে পেল ভারতীয় ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শেষে কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে কোহলির হাতে টেস্ট সেরার পুরস্কার হিসেবে রাজদণ্ড তুলে দেন ভারত ও দক্ষিণ আফ্র্রিকার দুই কিংবদন্তি খেলোয়াড় সুনীল গাভাস্কার ও গ্রায়েম পোলক। এ ছাড়াও ১০ লাখ ডলারের চেকও পেয়েছে ভারতীয় ক্রিকেট দল।

গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম দু’ম্যাচ হারলেও জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট জিতে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা নিশ্চিত করে ভারত। ১২১ রেটিং নিয়ে এখনও শীর্ষে ভারত। ১২৪ রেটিং নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিল ভারত। ১১৫ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে দক্ষিণ আফ্রিকা।

২০১৬ সালের অক্টোবর থেকে দুর্দান্ত পারফরমেন্সের ফল হিসেবে রাজদণ্ড পেল কোহলির নেতৃত্বধীন ভারত। কোহলির নেতৃত্বের আগে দু’বার আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে ভারত। ২০১৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি এবং ২০১৬ সালের আগস্টে শীর্ষ উঠার স্বাদ নেয় টিম ইন্ডিয়া।

তবে ২০০৯ সালের নভেম্বর থেকে ২০১১ সালের আগস্ট পর্যন্ত সবচেয়ে বেশি সময় ধরে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে ছিল ভারত। ওই সময় ভারতের নেতৃত্ব দিয়েছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ধোনি-ভারতের আগে জাতীয় দলের হয়ে রাজদণ্ড গ্রহণ করেছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ-রিকি পন্টিং-মাইকেল ক্লার্ক ও স্টিভ স্মিথ, ইংল্যান্ডের এন্ড্রু স্ট্রস, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ-হাশিম আমলা এবং পাকিস্তানের মিসবাহ-উল-হক।


শেয়ার করুন :


আরও পড়ুন

রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ঘোষণা, বিশ্রামে কোহলি-ধোনি

রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ঘোষণা, বিশ্রামে কোহলি-ধোনি

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও ভারতের

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও ভারতের

টি-টোয়েন্টির সমর্থনে শচীন-সৌরভ

টি-টোয়েন্টির সমর্থনে শচীন-সৌরভ

স্মিথকে অধিনায়ক করলো রাজস্থান

স্মিথকে অধিনায়ক করলো রাজস্থান