চট্টগ্রাম টেস্টে ১২ জনের দল দিল পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৬ এএম, ২৬ নভেম্বর ২০২১
চট্টগ্রাম টেস্টে ১২ জনের দল দিল পাকিস্তান

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়ানোর একদিন আগেই ১২ জনের সংক্ষিপ্ত দল জানিয়ে দিয়েছে পাকিস্তান। যেখান থেকে একাদশ নিয়ে মাঠে নামবে তারা।

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের প্রথম টেস্ট চট্টগ্রামে শুরু হবে শুক্রবার (২৬ নভেম্বর)। জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।

বন্দর নগরী চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট শেষে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর (শনিবার)।

টাইগারদের বিপক্ষে দুই টেস্টের জন্য ২০ সদস্যের পাকিস্তান দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে। সেখান থেকে প্রথম টেস্টের একাদশ ঘোষণা আগে ১২ জনের সংক্ষিপ্ত তালিকা দিল পাকিস্তান।  

টেস্টের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল। সিরিজে কোন ম্যাচেই জয় পায়নি বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাইরা।

পাকিস্তান টেস্ট দল (১২ জন)
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আবদুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম-উল-হক, নওমান আলী, সাজিদ খান এবং শাহীন শাহ আফ্রিদি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চট্টগ্রাম টেস্টে নেই সাকিব, শঙ্কা ঢাকাতেও

চট্টগ্রাম টেস্টে নেই সাকিব, শঙ্কা ঢাকাতেও

টেস্ট সিরিজেও থাকছে দর্শক, টিকিট একশ থেকে পাঁচশ

টেস্ট সিরিজেও থাকছে দর্শক, টিকিট একশ থেকে পাঁচশ

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের ম্যাচ অফিসিয়াল চূড়ান্ত

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের ম্যাচ অফিসিয়াল চূড়ান্ত

সিরিজ সেরার পুরষ্কার উঠলো রিজওয়ানের হাতে

সিরিজ সেরার পুরষ্কার উঠলো রিজওয়ানের হাতে