ভারতের কাছে হেরে যাওয়ার ভবিষ্যদ্বাণী শোনালেন চ্যাপেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৬ পিএম, ২০ এপ্রিল ২০১৮
ভারতের কাছে হেরে যাওয়ার ভবিষ্যদ্বাণী শোনালেন চ্যাপেল

চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। কোহলিদের আসন্ন এ অস্ট্রেলিয়া সফরে ভারত টেস্ট সিরিজ জিতবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন অসিদের সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল।

চ্যাপেলের মতে, টিম ইন্ডিয়ার সামনে এ সফরে টেস্ট সিরিজ জয়ের দারুণ এক সুযোগ রয়েছে। আমার মতে ভারত সিরিজ জিতবে। সহজে কি-না আমি জানি না, তবে ভারত সিরিজ জিতবে। এটি অবশ্যই ভারতের সবচেয়ে সেরা সুযোগ।

১৯৪৭ সাল থেকে অস্ট্রেলিয়ার মাটিতে খেলা প্রথম দশটির মধ্যে কোন সিরিজ জিততে পারেনি ভারত। মোট ১১টি সিরিজের মধ্যে ৩টিতে ড্র করতে পারে ভারত।

বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ছাড়াই ভারতের বিপক্ষে খেলতে হবে অস্ট্রেলিয়াকে। স্মিথ-ওয়ার্নারের না থাকা মানে দলের সেরা দুই ব্যাটসম্যানকে ছাড়াই অস্ট্রেলিয়াকে খেলতে হবে এবং এতেই আসন্ন সিরিজে ভারতের সেরা সুযোগ দেখছেন চ্যাপেল।

আইসিসি ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, স্মিথ-ওয়ার্নার না থাকায় শক্তির বিচারে অস্ট্রেলিয়া অনেকখানি পিছিয়ে থাকবে। তাই সিরিজ জয়ে এবারই ভারতের সামনে ভালো সুযোগ তৈরি হয়েছে। আপনার কিছু ভালো পেসার প্রয়োজন। আমার মনে হয়, তারা বেশকিছু বাঁ-হাতি স্পিনার পেয়েছে, যারা দলকে সহায়তা করতে পারবে। কারণ, বাঁ-হাতি স্পিনাররা ভালো বল করলে পারফর্ম ভালো হবে।

যদিও চ্যাপেল মনে করেন, অস্ট্রেলিয়ার ব্যাটিং বিভাগ দুর্বল হয়ে পড়বে। কিন্তু তিনি বিশ্বাস করেন যে, ব্যাটিং বিভাগের শূন্যতা পুষিয়ে দিতে পারেন অস্ট্রেলিয়ার বোলাররা।

চ্যাপেল বলেন, ‘ভালো বোলিং অ্যাটাকের জন্য অস্ট্রেলিয়াকে হারানো কঠিনই হবে। ২০ উইকেট শিকার ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণ বিভাগকে এ লাইনেও চিন্তা করতে হবে। কারণ, একই সঙ্গে অনেক বেশি রানও দেয়া যাবে না।’


শেয়ার করুন :


আরও পড়ুন

১০০ বলের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে ইংল্যান্ড

১০০ বলের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে ইংল্যান্ড

গেইলদের কাছে হেরে গেল সাকিবের হায়দরাবাদ

গেইলদের কাছে হেরে গেল সাকিবের হায়দরাবাদ

আইপিএল চিয়ারলিডারদের অজানা কিছু তথ্য

আইপিএল চিয়ারলিডারদের অজানা কিছু তথ্য

অক্টোবরেই পর্দা উঠবে বিপিএল

অক্টোবরেই পর্দা উঠবে বিপিএল