গোলাপি বলের টেস্টে ‘রেকর্ডবুকে’ শ্রেয়াস আইয়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ১৪ মার্চ ২০২২
গোলাপি বলের টেস্টে ‘রেকর্ডবুকে’ শ্রেয়াস আইয়ার

ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ারের ব্যাটে রানের ফোয়ারা ছুটেই চলছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা তার জন্য মনে রাখার মতোই একটা সিরিজ হতে চলছে। এবার ব্যাঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে দিবারাত্রির টেস্টে নতুন রেকর্ড গড়লেন আইয়ার।

গোলাপি বলে প্রথম ভারতীয় হিসেবে এক টেস্টের দুই ইনিংসে হাফ সেঞ্চুরি করে জায়গা করে নিয়েছেন ‘রেকর্ডবুকে’। এ নিয়ে ভারত চারটি গোলাপি বলের ম্যাচ খেলে ফেললেও এই কীর্তি গড়তে পারেননি আর কোনো ভারতীয় ব্যাটার।

ব্যাঙ্গালুরুর উইকেট বেশ রহস্যময়। স্পিনাররা সুবিধা পাচ্ছেন ভালো। এমন উইকেটে রান তুলতে গিয়ে রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে ব্যাটারদের। সেখানে আইয়ারই কেবল ব্যক্তিক্রম। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯২ করার পর এবার দ্বিতীয় ইনিংসেও করলেন ৬৭ রান।

দ্বিতীয় ইনিংসে ৬৭ রান করার মধ্যে দিয়ে ইতিহাসের পাতায় ঢুকে গেলেন আইয়ার। গোলাপি বলে দুই ইনিংসেই ফিফটি বা তার বেশি রান করা প্রথম ভারতীয় হিসাবে রেকর্ড গড়েছেন তিনি।

আইয়ারের আগে এখানে জায়গা করে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভো, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন। এদের মধ্যে মার্নাস ল্যাবুশেন আবার এই রেকর্ড গড়েছেন দুইবার!

আইয়ারের বদৌলতেই ব্যাঙ্গালুরু টেস্টে শ্রীলঙ্কাকে ২৩৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। ১ম ইনিংসে মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও আইয়ার জানিয়েছিলেন তিনি দলের জন্য অবদান রাখতে পেরে খুশি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

সেঞ্চুরি মিসে আফসোস নেই, দলের জন্য খেলি : শ্রেয়াস আইয়ার

সেঞ্চুরি মিসে আফসোস নেই, দলের জন্য খেলি : শ্রেয়াস আইয়ার

টি-টোয়েন্টিতে ডট বল খেলা একটি অপরাধ : শ্রেয়াস আইয়ার

টি-টোয়েন্টিতে ডট বল খেলা একটি অপরাধ : শ্রেয়াস আইয়ার

আমার মনোযোগই আমার শক্তির জায়গা : শ্রেয়াস আইয়ার

আমার মনোযোগই আমার শক্তির জায়গা : শ্রেয়াস আইয়ার

করোনায় খুব কঠিন অবস্থায় পড়েছিলাম : শ্রেয়াস আইয়ার

করোনায় খুব কঠিন অবস্থায় পড়েছিলাম : শ্রেয়াস আইয়ার