আত্মবিশ্বাসী মমিনুল, আধিপত্য বিস্তার করে জয়ের আশা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৯ পিএম, ৩০ মার্চ ২০২২
আত্মবিশ্বাসী মমিনুল, আধিপত্য বিস্তার করে জয়ের আশা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ডারবানে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে আত্মবিশ্বাসী অধিনায়ক মমিনুল ইসলাম। তার চাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আধিপত্য বিস্তার করেই জিতবে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনই টেস্ট জেতেনি বাংলাদেশ, এমন সমীকরণ নিয়েই ডারবানে টস করতে নামবেন অধিনায়ক মমিনুল। তবে অধিনায়কের জন্য স্বস্তির বার্তা ডারবানের কিংসমিডে দীর্ঘ এক যুগ ধরেই জয় বঞ্চিত বাংলাদেশ। কিংসমিডে প্রোটিয়াদের জয়ের অপেক্ষা বাড়ানোর লক্ষ্যই মাঠে নামবে টিম টাইগার্স।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে নিজ দলকে আত্মবিশ্বাসী বলেছেন অধিনায়ক মমিনুল হক। তিনি বলেন, ‘আত্মবিশ্বাস তো অবশই আছে। বিদেশে যখন পূর্ণাঙ্গ সিরিজ (দুইটা সিরিজ) খেলতে আসেন তখন ওয়ানডে সিরিজ জিতলে সবার আত্মবিশ্বাসই তুঙ্গে থাকে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের স্মৃতি নিয়েই প্রোটিয়াদের আতিথ্য নিবে বাংলাদেশ। এ সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম জয়েই লক্ষ্য দিতে চান অধিনায়ক মমিনুল হক।

বলেন, ‘যখন খেলি কখনই হারার জন্য খেলি না। জয়ের জন্যই খেলি। অবশ্যই জয়ের জন্য খেলবো। তার আগে কিছু কাজ থাকে সেগুলো করতে হবে। সঠিকভাবে প্রসেস অনুসরণ করবো। লক্ষ্য অবশ্যই ম্যাচ জয় এবং ভালো খেলা। প্রসেস ঠিক রাখা। পাঁচ দিন আমরা যদি আধিপত্য বিস্তার করতে পারি তাহলে ফল আমাদের পক্ষেই আসবে।’ 

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে নামার আগে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ প্রোটিয়া ক্রিকেটাররা খেলবেন ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ। এতেই কমেছে স্বাগতিকদের অভিজ্ঞতা। এটা দলের জন্য বড় সুবিধা হবে বলে মনে করেন তিনি।

বলেন, ‘অভিজ্ঞতার দিক থেকে সুবিধা হয়তো পেতে পারি। আমার কাছে মনে হয় ওরাও কিছু সুবিধা পাবে। ঘরের মাঠে খেলার সুবিধা ওরাও পাবে। পাঁচ দিনে ১৫ সেশন যারা চাপ ধরে রাখতে পারবে, ভালো জায়গায় বল করতে পারবে এবং ভালো ব্যাট করতে পারবে। তারাই ম্যাচ জিতবে। এখানে চাপ সেটা ধরে রাখাটাই জরুরি। আপনি কিভাবে খেলছেন, কিভাবে বোলিং করতেছেন বা কিভাবে ব্যাটিং করছেন। এটাই জরুরি।’

ম্যাচ জিততে হলে দলের পেসারদেরই মূখ্য ভূমিকা পালন করতে হবে বলেও মনে করেন অধিনায়ক মমিনুল। বিদেশের মাটিতে পেসারদের ভূমিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মনে করেন অধিনায়ক।

তার মতে, ‘বিদেশে যদি টেস্ট ম্যাচ জিততে হলে সবচেয়ে বেশি জরুরি পেস বোলারদের পারফর্ম করা। পেস বোলাররা যদি জায়গায় বল করতে পারে, উইকেট বের করে দিতে পারে, তাহলেই ম্যাচ বের করা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘যারা ওয়ানডে খেলেছে, শেষ কয়েকদিনে বিশ্রাম নিয়ে ঠিক হয়ে উঠেছে। ওরা সবাই ফুরফুরে মেজাজে আছে। আমার দেখামতে সবাই ভালো অবস্থায় আছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

আশরাফুলকে টপকে সাকিবকে স্পর্শ করবেন মমিনুল

আশরাফুলকে টপকে সাকিবকে স্পর্শ করবেন মমিনুল

ক্যারিয়ার সেরা ওয়ানডে র‌্যাংকিংয়ে তাসকিন, উন্নতির ধারায় সাকিব-তামিম

ক্যারিয়ার সেরা ওয়ানডে র‌্যাংকিংয়ে তাসকিন, উন্নতির ধারায় সাকিব-তামিম

টেস্ট সিরিজকে সামনে রেখে আত্মবিশ্বাসী মমিনুল

টেস্ট সিরিজকে সামনে রেখে আত্মবিশ্বাসী মমিনুল

বাংলাদেশকে বিশ্বকাপ জেতার সাহস দিয়েছেন রাসেল ডোমিঙ্গো

বাংলাদেশকে বিশ্বকাপ জেতার সাহস দিয়েছেন রাসেল ডোমিঙ্গো