রাহির মন্তব্যে হতাশ বিসিবি, ডাকা হবে শুনানিতে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৮ এএম, ২৭ এপ্রিল ২০২২
রাহির মন্তব্যে হতাশ বিসিবি, ডাকা হবে শুনানিতে

শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টে জায়গা পাননি পেসার আবু জায়েদ রাহি। ‘অজানা’ কারণে দলের জায়গা হারানো নিয়ে সংবাদমাধ্যমের সাথে কথা বলেছেন ডানহাতি এ পেসার। তবে বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য ‘হতাশাজনক’ বলে মনে করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। যার ফলে রাহিকে বিসিবি ডেকে কারণ জানতে চাইবে।

শ্রীলঙ্কা সিরিজের দলে জায়গা না পাওয়ার বিষয়ে রাহি জানান, পারফর্মেন্সের কারণে বাদ পড়েননি। বরং এর পিছনে অন্য কোনো ইস্যু থাকতে পারে। আর এই কারণেই তিনি হতাশ।

তিনি বলেন, “আমি আমার এই সামর্থ্য দিয়ে মিরপুরে শেষ দুই টেস্টে ১০ উইকেট নিয়েছিলাম। আমি মনে করি না, আমার পেস বোলিং এখানে কোনো ইস্যু। এখানে অন্য কিছু থাকতে পারে।”

সংবাদমাধ্যমে দেওয়া রাহির এ বক্তব্য মোটেও ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। বিষয়টি বোর্ডকে বিব্রতকর অবস্থায় ফেলেছে বলে মনে করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

আবু জায়েদ রাহির এমন বক্তব্যের পর বিষয়টি নির্বাচক প্যানেলকে দেখার জন্য নির্দেশনা দিয়েছে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ।

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ার তার বক্তব্যে আমরা হতাশ। ঈদের পর আমরা তাকে (আবু জায়েদ রাহি) শুনানির জন্য ডাকবো।” 

সংবাদমাধ্যমে ক্রিকেটারদের বক্তব্যের পর বিসিবির কাঠগড়ায় দাঁড়ানোর ঘটনা এটাই প্রথম নয়। সম্প্রতি একই ধরনের কাজ করে বিসিবির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশের হয়ে খেলা সর্বশেষ তিন টেস্টে (শ্রীলঙ্কার বিপক্ষে দুটি এবং পাকিস্তানের বিপক্ষে একটি) উইকেট শূন্য ছিলেন আবু জায়দ রাহি। এ অবস্থায় পাকিস্তান সিরিজের প্রথম টেস্টের পর একাদশ থেকে বাদ পড়লেও নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সিরিজের স্কোয়াডে ছিলেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের একটিতেও খেলায় সুযোগ পাননি তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কা টেস্টে জায়গা না পেয়ে হতাশ রাহি

শ্রীলঙ্কা টেস্টে জায়গা না পেয়ে হতাশ রাহি

ম্যাচ না খেলেই দলের বাইরে আবু জায়েদ রাহি!

ম্যাচ না খেলেই দলের বাইরে আবু জায়েদ রাহি!

প্রয়োজনে শ্রীলঙ্কা টেস্টে মোস্তফিজকে ডাকা হবে: বিসিবি সভাপতি

প্রয়োজনে শ্রীলঙ্কা টেস্টে মোস্তফিজকে ডাকা হবে: বিসিবি সভাপতি

বিজয়কে এখনি জাতীয় দলের আশে-পাশে আনা উচিত: মাশরাফি

বিজয়কে এখনি জাতীয় দলের আশে-পাশে আনা উচিত: মাশরাফি