মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়লেন বিশ্ব ফার্নান্দো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১০ পিএম, ১৬ মে ২০২২
মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়লেন বিশ্ব ফার্নান্দো

চা বিরতির দুই বল আগে শরিফুল ইসলামের করা শর্ট বল সরাসরি এসে আঘাত হানে বিশ্ব ফার্নান্দোর হেলমেটে। এরপরেও অবশ্য বাকি দুই বল খেলার সাহস দেখিয়েছিলেন এই ক্রিকেটার। তবে চা বিরতিতে যাওয়ার পর আর মাঠে নামেননি এই পেসার। ইনজুরির কারণে তার মাঠে নেমেছেন আসিথা ফার্নান্দো।

সোমবার (১৬ মে) চট্টগ্রামের জহুর আহমেদ দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের শেষ ওভারের বোলিংয়ে আসেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ম্যাচের ১৪০তম ওভারের চতুর্থ বলে বাউন্সার ডেলিভারি করেন এই পেসার।

বল ছেড়ে দেওয়ার চেষ্টা করছিলেন বিশ্ব ফার্নান্দো। এর জন্য ক্রিজেও বসে পড়েছিলেন তিনি। কিন্তু বল মাথায় লাগা থেকে রক্ষা পাননি এই পেসার। বল নিচু হয়ে আসায় সরাসরি তার হেলমেটে আঘাত করে।

এরফলে বাধ্য হয়ে হেলমেট পরিবর্তন করেন বিশ্ব ফার্নান্দো। এমনকি হেলমেট পরিবর্তন করে আরও দুই বল খেলেছিলেন এই পেসার। তবে চা বিরতিতে গিয়ে আর মাঠে নামেননি।

মাঠ ছাড়ার আগে ৭৭ বলে ১৭ রানের জমাট বাঁধা এক ইনিংস খেলছিলেন তিনি। যোগ্য সঙ্গ দিচ্ছিলেন ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। বিশ্ব ফার্নান্দোর বদলি হিসেবে মাঠ ছাড়াই ম্যাথিউসের সঙ্গী হিসেবে মাঠে নেমেছেন আসিথা ফার্নান্দো।

চা বিরতিতে যাওয়ার আগের ওভারে প্যাভিলিয়নে ফেরার সুযোগ তৈরি করেছিলেন বিশ্ব। তবে মিড অনে তার তুলে দেওয়া সহজ ক্যাচ ছাড়েন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে লক্ষ্যভ্রষ্ট হতে শুরু করেছিল শ্রীলঙ্কা। সেই সময় দলকে টেনে তোলার দায়িত্ব নেন বিশ্ব ফার্নান্দো এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস। দুইজন মিলে গড়ে তুলেছিলেন ৪৭ রানের জুটি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

অনুশীলন ছাড়াই সাকিব পারবেন, ‘শতভাগ’ বিশ্বাসী ছিলেন হেরাথ

অনুশীলন ছাড়াই সাকিব পারবেন, ‘শতভাগ’ বিশ্বাসী ছিলেন হেরাথ

নিষ্প্রাণ উইকেট, বড় রান করাটা জরুরি ছিল: ম্যাথিউস

নিষ্প্রাণ উইকেট, বড় রান করাটা জরুরি ছিল: ম্যাথিউস

চট্টগ্রামে সেঞ্চুরি হাঁকালেন ‘রান খরায়’ থাকা ম্যাথিউস

চট্টগ্রামে সেঞ্চুরি হাঁকালেন ‘রান খরায়’ থাকা ম্যাথিউস

বাংলাদেশ-শ্রীলঙ্কা দিয়ে মাঠে ফিরলো ‘নিরপেক্ষ’ আম্পায়ার

বাংলাদেশ-শ্রীলঙ্কা দিয়ে মাঠে ফিরলো ‘নিরপেক্ষ’ আম্পায়ার