ইবাদতের সেই স্পেল উইজডেনের বর্ষসেরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩
ইবাদতের সেই স্পেল উইজডেনের বর্ষসেরা

২০২২ সালের প্রথমদিনে শুরু হওয়া টেস্টে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। ঐতিহাসিক সেই জয়ে ম্যাচসেরা হয়েছিলেন ডানহাতি পেসার ইবাদত হোসেন। অথচ শুরুতে মনে হয়েছিল ম্যাচটি ব্যাটারদের হতে যাচ্ছে।

মাউন্ট মঙ্গান্যুইয়ে আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছিল ৩২৮ রান। ইবাদত হোসেন পেয়েছিলেন মাত্র এক উইকেট। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করেন তিনি। মাত্র ৪৬ রানে তুলে নেন ছয় উইকেট। ম্যাচে মোট সাত উইকেট নিয়ে হয়ে যান ম্যাচসেরা। ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ। ইবাদতের দুর্দান্ত সেই স্পেল এবার উইজডেনের বর্ষসেরা হয়েছে।

বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৪৫৮ রান। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের উদ্বোধনী জুটি ভেঙেছিলেন তাসকিন আহমেদ। তখনও ইবাদত কি করতে চলেছেন সেটা অনেকেই অনুমান করতে পারেনি। সবাইকে অবাক করে দিয়ে, দ্বিতীয় থেকে সপ্তম, টানা ছয়টি উইকেট নেন ইবাদত। তার বোলিং তোপে মাঠ ছাড়েন ডেভন কনওয়ে, উইল ইয়ং, হেনরি নিকোলস, টম ব্লন্ডেন, রস টেলর ও কাইল জেমিসন।

এই ইনিংসে তিনি বোলিং করেন ২১ ওভার দিয়েছিলেন ছয় মেডেন। বাকি উইকেটগুলো ভাগাভাগি করে নেন তাসকিন ও মিরাজ। মাত্র ১৬৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জয়ের জন্য ৪০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুই উইকেট হারিয়েই জয় পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে সব সংস্করণ মিলে এটাই একমাত্র জয়।

ইবাদতের সেই পারফরম্যান্সের পর আরও বদলে গেছেন। নিজেকে আরও উন্নতি করেছেন। এখন তিনি ওয়ানডে ও টি ২০ ফরম্যাটেও বাংলাদেশ দলে থাকেন।

ইবাদতের পর উইজডেনের তালিকায় দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানকে হারানো প্যাট কামিন্সের ৫৬ রানে পাঁচ উইকেট। তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ডের ম্যাট হেনরির মাত্র ২৩ রানে সাত উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

চার স্পিনার নিয়ে ভারত সফরে অস্ট্রেলিয়া

চার স্পিনার নিয়ে ভারত সফরে অস্ট্রেলিয়া

খাজাকে ১৯৫* রানে রেখেই অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষণা

খাজাকে ১৯৫* রানে রেখেই অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষণা

টেস্টে পেছালেন সাকিব-মুশফিক, সেরা র‌্যাংকিংয়ে লিটন

টেস্টে পেছালেন সাকিব-মুশফিক, সেরা র‌্যাংকিংয়ে লিটন

স্মিথের সেঞ্চুরি, ডাবলের কাছে উসমান

স্মিথের সেঞ্চুরি, ডাবলের কাছে উসমান