ইংল্যান্ড সিরিজ নির্ভর করছে ব্যাটসম্যানদের উপর : গাঙ্গুলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ২২ জুলাই ২০১৮
ইংল্যান্ড সিরিজ নির্ভর করছে ব্যাটসম্যানদের উপর : গাঙ্গুলি

ইংল্যান্ডের মাটিতে আসন্ন টেস্ট সিরিজ জিততে হলে ভারতীয় ব্যাটসম্যানদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মনে করছেন সৌরভ গাঙ্গুলি। ভারতীয় দলের সাবেক এ অধিনায়কের মতে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ টেস্টের সিরিজ জিততে হলে ভারতীয় ব্যাটসম্যানদের ভালো করতে হবে এবং প্রথম ইনিংসে তাদেরকে ৪০০-৫০০ রান সংগ্রহ করতে হবে।

কোলকাতার ইডেন গার্ডেন্সে সাংবাদিকদের গাঙ্গুলি বলেন, ‘এটা (সিরিজ জয়) নির্ভর করবে ভারতীয় ব্যাটসম্যানদের উপর। টেস্ট ক্রিকেটে আপনাকে ৪০০ রান করতে হবে। প্রথম ইনিংসে ৪০০ রান করতে পারলে তারা টেস্ট ম্যাচ জিতবে।’

তিনি আরও বলেন, ‘ভারতীয় দলটি বেশ ভালো। তারা ভালো ব্যাটিং করতে পারলে ইংল্যান্ডে ভালো করবে। তারা টেস্ট সিরিজ জেতার সক্ষমতা রাখে। সিরিজ জেতার ভালো সুযোগ রয়েছে ভারতীয় দলের।’

ইংল্যান্ড সফরে সম্প্রতি ভারতীয় দল টি-টোয়েন্টি সিরিজ জয় করলেও ওয়ানডেতে পরাজিত হয়। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ জয়ের পর দুই ওয়ানডেতে পরাজিত হয় বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল।

তবে টেস্ট ক্রিকেটে সময়টা মোটেই ভালো যাচ্ছে না ইংল্যান্ড দলের। ১ আগস্ট ভারতের বিপক্ষে শুরু হওয়া পাঁচ টেস্টের সিরিজে নিজেদের সাম্প্রতিক রেকর্ডের উন্নতি ঘটাতে চাইবে নব রূপের ইংল্যান্ড দল। আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে বর্তমানে পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড দল নিজেদের শেষ তিন সিরিজ পরাজিত হয়েছে। যার মধ্যে কেবলমাত্র এক ম্যাচে জয়ী হতে পেরেছে।

ভারতীয় দল সর্বশেষ ইংল্যান্ড সফর করেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। সফরে প্রথম টেস্ট ড্র করতে পারলেও পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে হেরেছিল ভারত। সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী দুই জো রুট (৫১৮) ও গ্যারি ব্যালেন্সের (৫০৩) মধ্যে তৃতীয় সংগ্রহক ভারতীয় মুরালি বিজয়ের (৪০২) মধ্যে পার্থক্য ছিল ১০০ রান।

বর্তমানে টেস্ট ক্রিকেটে না খেলা সাবেক অধিনায়ক ধোনি সম্পর্কে খুব বেশি কিছু বলতে আগ্রহী নন গাঙ্গুলি। তবে গাঙ্গুলির দৃঢ় বিশ্বাস ব্যাটসম্যানরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে এবং বোলাররা যথার্থ সাহায্য করলে ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিততে পারে ভারতীয় দল।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিজয়-ধাওয়ানের জোড়া সেঞ্চুরিতে অম্লান আফগানদের অভিষেক টেস্ট

বিজয়-ধাওয়ানের জোড়া সেঞ্চুরিতে অম্লান আফগানদের অভিষেক টেস্ট

দারুণ সুযোগ শ্রীলঙ্কার, ছাড় দিতে নারাজ দ.আফ্রিকা

দারুণ সুযোগ শ্রীলঙ্কার, ছাড় দিতে নারাজ দ.আফ্রিকা

ভারতের বিপক্ষে টেস্টে ফিরতে পারেন ইংল্যান্ডের রশিদ

ভারতের বিপক্ষে টেস্টে ফিরতে পারেন ইংল্যান্ডের রশিদ

সাকিব টেস্ট খেলতে চান না : পাপন

সাকিব টেস্ট খেলতে চান না : পাপন