রুট-ব্রুকের জোড়া সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
রুট-ব্রুকের জোড়া সেঞ্চুরি

 ইংল্যান্ডের শুরুটা হয়িছিল খুবই হতাশাজনক। ২১ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। এরপর দিন শেষে আর উইকেট হারায়নি তারা। জো রুট ও হ্যারি ব্রুক তুলে নিয়েছেন জোড়া সেঞ্চুরি। রুট ১০১ রানে অপরাজিত রয়েছেন। ডাবল সেঞ্চুরির অপেক্ষা রয়েছেন ব্রুক ( ১৮৪*)।

শুক্রবার ওয়েলিংটনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথমদিন শেষে ওই তিন উইকেটে ইংল্যান্ড তুলেছে ৩১৫ রান।

ওপেনার জ্যাক ক্রুলি মাত্র দুই রানে ম্যাট হ্যানরির শিকার হন। বেন ডাকেটকে নয় রানে ফেরান টিম সাউদি। পরের ওভারে দশ রান করা ওলি পপ হ্যানরির বলে আউট হন।

রুট তুলে নিয়েছেন ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি। এরআগে ভারতের বিপক্ষে বার্মিংহাম টেস্টে ২৮তম সেঞ্চুরি করেছিলেন । ১১ ইনিংস পর আবার তিন অংকের দেখা পেলেন ৩২ বছর বয়সী ডানহাতি ব্যাটার। তার ১৮৪ বলের ইনিংসে ছিল সাতটি চার।

আর দুর্দান্ত ফর্মে রয়েছেন ব্রুক। শুরুতেই নিজের জাত চিনিয়েছিলেন্ ২৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। ব্রুক মাত্র নয় ইনিংসেই তুলে নিয়েছেন চার সেঞ্চুরি। এরমধ্যে সর্বশেষ আট ইনিংনেই এই চার সেঞ্চুরি। একই সঙ্গে রয়েছে আরও তিনটি হাফ সেঞ্চুরি। দুটি ছিল আশির ঘরে।

শুরুর ধাক্কা কাটিয়ে ব্রুক আক্রমণাত্বক ব্যাটিং করেছেন। মাত্র ১৬৯ বলে করেছেন ১৮৪* রান। তার ইনিংসে রয়েছে ২৪টি চারের মার। রয়েছে পাঁচ ছক্কাও।

নিউজিল্যান্ডের ম্যাট হ্যানরি দুটি ও টিম সাউদি নেন দুটি উইকেট।

এরআগে প্রথম টেস্টে ২৬৭ রানে হেরেছিল স্বাগতিকরা।

 স্পোর্টসমেইল২৪/জেএম

 


শেয়ার করুন :


আরও পড়ুন

দ্বিতীয় টেস্টেও অপরিবর্তিত ইংল্যান্ড

দ্বিতীয় টেস্টেও অপরিবর্তিত ইংল্যান্ড

১৫ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের টেস্ট জয়

১৫ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের টেস্ট জয়

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মরগান

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মরগান

দল ঘোষণা, নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে ইংল্যান্ড

দল ঘোষণা, নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে ইংল্যান্ড