অবসর ভাঙলেন হাসারাঙ্গা, বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা টেস্ট দলেও নতুন মুখ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩১ পিএম, ১৯ মার্চ ২০২৪
অবসর ভাঙলেন হাসারাঙ্গা, বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা টেস্ট দলেও নতুন মুখ

বাংলাদেশের বিপক্ষে অবসর ভেঙে শ্রীলঙ্কা টেস্ট দলে ফিরলেন স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। হাসারাঙ্গাকে নিয়েই বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে এ সিরিজে এক বছর পর দলে ফিরেছেন পেসার লাহিরু কুমারা। এছাড়া নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন অফস্পিনার নিশান পেইরিস।

সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিতেই ২০২৩ সালের আগস্টে আচমকা টেস্ট ক্রিকেটকে বিদায় জানান মাত্র ৪ টেস্ট খেলা হাসারাঙ্গা। ৪ টেস্টে ১শ গড়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। ২০২১ সালের এপ্রিলে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন হাসারাঙ্গা।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ ৩ এপ্রিল শেষ হওয়ার কারণে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দারাবাদের হয়ে প্রথম তিন ম্যাচ মিস করবেন হাসারাঙ্গা।

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৪ উইকেট শিকারের সুবাদে আবারও টেস্ট দলে সুযোগ পেয়েছেন কুমারা। গত বছরের মার্চে ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি।

২০১৮ সালে টেস্ট দলে ডাক পেলেও একাদশে সুযোগ হয়নি পেইরিসের। প্রথম শ্রেণিতে সর্বশেষ ৪ ম্যাচে ২৪ উইকেট শিকার করেছেন তিনি। সব মিলিয়ে ৩৭ ম্যাচে ১৫৩ উইকেট ঝুলিতে রয়েছে পেইরিসের।

গত ফেব্রুয়ারিতে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে খেলা সর্বশেষ টেস্ট দলের বেশিরভাগ খেলোয়াড়কে বাংলাদেশের বিপক্ষে সিরিজে রাখা হয়েছে। জায়গা ধরে রেখেছেন ওই সিরিজে প্রথম ডাক পাওয়া ওপেনার লাহিরু উদারা।

ধনাঞ্জয়া ডি সিলভার নেতৃত্বাধীন দলে আরও আছেন দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, কুসল মেন্ডিসের মতো অভিজ্ঞরা। তবে ইনজুরির কারণে টেস্ট দলে সুযোগ হয়নি পেসার মিলান রথনায়েকে ও আসিথা ফার্নান্দোর।

২২ মার্চ থেকে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্ট শেষ হওয়ার পর চট্টগ্রামে ৩০ মার্চ থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ চক্রের অংশ।

শ্রীলঙ্কা টেস্ট দল
ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, সাদিরা সামারাবিক্রমা (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, হাসারাঙ্গা ডি সিলভা, প্রবাথ জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, নিশান পেইরিস, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, চামিকা গুনাসেকারা।


শেয়ার করুন :