খারাপ আবহাওয়ার কারণে ভারতের বিপক্ষে কানপুর টেস্টের প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। দ্বিতীয় দিন মাঠেই গড়াতে পারলো না কোন বল। ভারতের কানপুরে রাত থেকে শুরু হওয়া বৃষ্টি দিনেও অব্যাহত থাকায় ভেস্তে গেল দ্বিতীয় দিনের খেলা। কোন বল না খেলেই স্থগিত করতে হয়েছে দ্বিতীয় দিনের ম্যাচ।
রাত থেকে পড়া বৃষ্টি দিনেও অব্যাহত থাকায় প্রথম সেশন পর ক্রিকেটাররা ফিরে গিয়েছিলেন হোটেল রুমে। তবে ভালো সময়ের অপেক্ষায় ছিলেন ম্যাচ পরিচালকরা। শেষ পর্যন্ত স্থানীয় সময় দুপুর ২টায় আবহাওয়ার উন্নতি না দেখে ভারত-বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
দ্বিতীয় দিন কোন খেলা না হওয়ায় স্কোর বোর্ডেও কোন পরিবর্তন আসেনি। বাংলাদেশের সংগ্রহ সেই আগের জায়গাতেই রয়েছে। ৩ উইকেট হারিয়ে যেখানে বাংলাদেশের সংগ্রহ ১০৭ রান।
ভারতের বিপক্ষে সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বৃষ্টি ও আলো স্বল্পতার কারণে টেস্টের প্রথম দিন খেলা হয় মাত্র ৩৫ ওভার।
ব্যাট করতে নেমে বাংলাদেশের পক্ষে ওপেনার জাকির হাসান শূন্য, সাদমান ইসলাম ২৪ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩১ রানে আউট হন। দিন শেষে ৭টি চারে মমিনুল ৪০ এবং ১টি বাউন্ডারিতে মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন।
ভারতের পক্ষে বল হাতে আকাশ ৩৪ রানে ২ এবং অশ্বিন ২২ রানে ১ উইকেট নেন।