মাঠ শুকাতে ব্যর্থ ভারত, তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৪
মাঠ শুকাতে ব্যর্থ ভারত, তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত

রাতভর বৃষ্টি হলেও সকাল থেকে ছিল না। তবুও কানপুরের গ্রীন পার্ক স্টেডিয়াম প্রস্তুত করতে পারেনি ভারত। বার বার পরিদর্শন করেও আউটফিল্ড ভেজার কারণে তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করলো ম্যাচ অফিসিয়ালরা।

বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন একটি বলও মাঠে গড়ায়নি। একই কারণে গতকাল শনিবার দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়।

জানা গেছে, দ্বিতীয় দিন দুই দলের খেলোয়াড়েরা মাঠে আসলেও আজ তৃতীয় দিন হোটেল থেকে মাঠেও আসেননি তারা। দুই দলকেই জানানো হয়েছে আউটফিল্ড ভেজা থাকায়ই খেলা শুরু করা যাচ্ছে না।

টানা দুই দিন খেলা পরিত্যক্ত হওয়ায় ম্যাচের ভাগ্য এখন ড্র দিকেই এগিয়ে যাচ্ছে। দ্বিতীয় ও তৃতীয় দিন পরিত্যক্ত হওয়ার আগে বৃষ্টি ও আলো স্বল্পতার কারণে প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে।
sportsmail24

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৩ উইকেটে ১০৭ রান করেছে বাংলাদেশ। ওপেনার জাকির হাসান শূন্য, সাদমান ইসলাম ২৪ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩১ রানে সাজঘরে ফিরেন।

দিন শেষে অপরাজিত রয়েছেন মমিনুল হক ও মুশফিকুর রহিম। ৭টি চারে মমিনুল ৪০ এবং ১টি বাউন্ডারিতে মুশফিকুর রহিম অপরাজিত ৬ রান করেন।
sportsmail24

ভারতের পক্ষে বল হাতে আকাশ দীপ ৩৪ রানে ২ এবং রবীচন্দ্রন অশ্বিন ২২ রানে ১ উইকেট নেন। টানা দুই দিন খেলা না হওয়ায় স্কোর বোর্ডেরও কোন পরিবর্তন হয়নি।

এর আগে চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট ২৮০ রানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। দুটি টেস্ট ম্যাচও চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত।



শেয়ার করুন :