ঠিক সময়েই শুরু হলো কানপুর টেস্টের চতুর্থ দিনের খেলা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৭ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২৪
ঠিক সময়েই শুরু হলো কানপুর টেস্টের চতুর্থ দিনের খেলা

খারাপ আবহাওয়া এবং মাঠ ভেজা থাকায় টানা দুইদিন পর আবারও শুরু হলো বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টে খেলা। চতুর্থ দিন সকালে ব্যাট হাতে মাঠে নেমেছেন প্রথম দিনে অপরাজিত থাকা মমিনুল হক এবং মুশফিকুর রহীম। ভারতের পক্ষে বল হাতে দিনের শুরু করেছেন আকাশ দীপ।

মাঠ ভেজা থাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলাও হয়নি। ফলে টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা কোন বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হয়।

দুই খেলা মাঠ না গড়ালেও টেস্টের প্রথম দিন দুই দল মাঠে নেমেছিল। ওই দিন ৩৫ ওভার ব্যাট-বলের লড়াই হয়েছে। বৃষ্টি ও আলো স্বল্পতার কারনে প্রথম দিনের দ্বিতীয় সেশনে শেষ হয় দিনের খেলা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে দিন শেষে ৩ উইকেটে ১০৭ রান করেছিল বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে ওপেনার জাকির হাসান শূন্য, সাদমান ইসলাম ২৪ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩১ রানে আউট হন। দিন শেষে অপরাজিত থাকেন মমিনুল হক ও মুশফিকুর রহিম।

৭টি চারে মমিনুল ৪০ এবং ১টি বাউন্ডারিতে মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত ছিলেন। আকাশ দীপ ৩৪ রানে ২ এবং রবীচন্দ্রন অশ্বিন ২২ রানে ১ উইকেট নিয়েছেন।



শেয়ার করুন :