ঢাকা আসছে দক্ষিণ আফ্রিকা, সূচি জানালো বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৪
ঢাকা আসছে দক্ষিণ আফ্রিকা, সূচি জানালো বিসিবি

রাজনৈতিক পরিবর্তনের পর নারীদের বিশ্বকাপ সরে গেছে বাংলাদেশ থেকে। দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা। তবে সবকিছু শেষে, বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ঢাকা এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ক্রিকেট দলের সফর নিশ্চিত করার আগে দেশটির একটি প্রতিনিধি দল ঢাকা ও চট্টগ্রাম সফর করেছেন। এ সময় অনাকাক্ষিত কোন ঘটনা ঘটলে আপতকালীন সময়ে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে সেনাবাহিনীর সদস্যরা মহড়াও দিয়েছেন।

বিসিবির তথ্যানুযায়ী, ১৬ অক্টোবর ঢাকা পা রাখবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ঢাকায় অনুশীলন শেষে ২১ অক্টোবর সিরিজের প্রথম টেস্টে মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় টেস্ট ২৯ অক্টোবর শুরু হবে চট্টগ্রামে।

সিরিজকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে কিছু দিন আগে ঢাকায় এসেছিল দক্ষিণ আফ্রিকার একটি প্রতিনিধি দল। নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে সিরিজ খেলতে আসার কথা জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।



শেয়ার করুন :