৫২ রানের লিড নিয়ে ভারতের ইনিংস ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৪
৫২ রানের লিড নিয়ে ভারতের ইনিংস ঘোষণা

দুইদিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরও কানপুর টেস্টে ফলাফল নিশ্চিতে মরিয়া ভারত। চতুর্থ দিন ৯ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করেছে রোহিত শর্মারা। ফলে প্রথম ইনিংস থেকে ভারতের লিড দাঁড়িয়েছে ৫২ রান।

টস হেরে প্রথমে ব্যাট করে ২৩৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৮৫ রান করে সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর জন্য ইনিংস ঘোষণায় প্রথম ইনিংস থেকে ভারতের লিড ৫২ রান।

বাংলাদেশকে অলআউট করে টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং শুরু করে ভারত। যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা ওপেনিং জুটিতে ৩.৫ ওভারেই ৫৫ রান করেন। রোহিত ১১ বলে ২৩ রান করে আউট হলে ভাঙে তাদের জুটি।

দ্বিতীয় উইকেট জুটিতেও শুভমান গিলকে সাথে নিয়ে টি-টোয়েন্টি মেজাজেই খেলতে থাকেন জয়সওয়াল। ফলে দ্বিতীয় উইকেট জুটি ভাঙার আগে ভারতের দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৪.২ ওভারে ১২৭ রান। ৫১ বল খেলে ৭২ রানে ফিরেন ওপেনার জয়সওয়াল।

এরপর ১৪১ এবং ১৫৯ রানে তৃতীয় ও চতুর্থ উইকেট হারানোর পর পঞ্চম উইকেট জুটিতে আবারও বাংলাদেশের বোলারদের উপর চড়াও হন বিরাট কোহলি এবং কেএল রাহুল। এ জুটিতেই লিড নেয় ভারত।

ইনিংসের ২৯.১ ওভারে কোহলি আউট হলে দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৪৬ রান। বিরাট কোহলি ৩৫ বলে ৪৭ রানের ইনিংস খেলেন। অষ্টম উইকেটে সাজঘরে ফিরেন রাহুল। টেস্টে ৪৩ বলে খেলেন ৬৮ রানের আরও একটি টি-টোয়েন্টির ইনিংস খেলেন তিনি।

৩৪.৪ ওভারে আকাশ দিপ আউট হওয়ার পর ইনিংস ঘোষণা করে ভারত। নবম উইকেটে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৮৫ রান। ফলে প্রথম ইনিংস থেকে লিড পায় ৫২ রান।

বাংলাদেশের পক্ষে বল হাতে সাকিব আল হাসান এবং মেহেদী মিরাজ ৪টি করে উইকেট নেন। বাকি একটি উইকেট শিকার করেন পেসার হাসান মাহমুদ।



শেয়ার করুন :