কানপুর টেস্টে বৃষ্টি ও আলো স্বল্পতার কারণে আড়াই দিন খেলা না হলেও হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিনে প্রথম সেশনেই ১৪৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ফলে জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৯৫ রান।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মমিনুল হকের সেঞ্চুরি করলেও ২৩৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৮৫ তুলে প্রথম ইনিংস শেষ করে ভারত। ফলে প্রথম ইনিংস থেকে ভারতের লিড দাঁড়ায় ৫২ রান।
চতুর্থ দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে ২ উইকেটে ২৬ রান করে টাইগাররা। ১৮ উইকেট পতনের দিন ২৬ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ করে বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিন ব্যাট করতে নেমে বেশিদূর যেতে পারেনি।
ওপেনার সাদমান ইসলামের ফিফটির পর মুশফিকুর রহিমের ৩৭ রান ছাড়া আর কেউ হাল ধরতে পারেননি। বাংলাদেশের ইনিংস থামে ১৪৬ রানে। ফলে জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৯৫ রান।
সাদমান-মুশফিক ছাড়া ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে জাকির হাসান ১০, হাসান মাহমুদ ৪, মমিনুল হক ২, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৯, লিটন কুমার দাস ১, সাকিব আল হাসান ০, মেহেদী হাসান মিরাজ ৯, তাইজুল ইসলাম ০ এবং খালেদ আহমদ অপরাজিত ৫ রান করেন।
সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে চেন্নাইয়ে ২৮০ রানে হেরেছিল বাংলাদেশ। টেস্ট সিরিজ শেষ হওয়ায় এখন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।