১৭ উইকেট পতন, ১৫০ রানে অলআউট হয়েও এগিয়ে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২২ নভেম্বর ২০২৪
১৭ উইকেট পতন, ১৫০ রানে অলআউট হয়েও এগিয়ে ভারত

প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়ার পরও বোলারদের দারুণ নৈপুন্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে এগিয়ে সফরকারী ভারত। ১৫০ রানের জবাবে ভারতীয় পেসারদের তোপে ৬৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।

প্রথম দিন শেষে ৩ উইকেট হাতে নিয়ে ৮৩ রানে পিছিয়ে অসিরা। ম্যাচের প্রথম দিনই ১৭ উইকেটের পতন হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) পার্থে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭৩ রানে ৬ উইকেট হারায় ভারত। ইনিংসের তৃতীয় ওভারে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের বলে খালি হাতে সাজঘরে ফিরেন ভারতের ওপেনার যশ্বসী জয়সওয়াল।

তিন নম্বরে নেমে রানের খাতা খোলার আগেই পেসার জশ হ্যাজেলউডের বলে আউট হন দেবদূত পাড্ডিকাল। দ্বিতীয় উইকেটের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি হ্যাজেলউডকে। বিরাট কোহলিকে ৫ রানে ফিরিয়ে দেন তিনি। উইকেটে সেট হয়ে স্টার্কের দ্বিতীয় শিকার হন আরেক ওপেনার লোকেশ রাহুল। ৩টি চারে ৭৪ বলে ২৬ রান করেন তিনি।

স্টার্ক-হ্যাজেলউডের মতো জোড়া উইকেটের মালিক হন মিচেল মার্শ। ধ্রুব জুরেলকে ১১ ও ওয়াশিংটন সুন্দরকে ৪ রানে আউট করেন মার্শ।

৭৩ রানে ষষ্ঠ উইকেট পতনের পর অস্ট্রেলিয়ার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন উইকেটরক্ষক ঋসভ পান্ত ও অভিষিক্তি নিতিশ কুমার রেড্ডি। ৮৫ বলে ৪৮ রানের জুটি গড়েন তারা। ৩টি চার ও ১টি ছক্কায় ৭৮ বলে ৩৭ রান করা পান্তকে শিকার করে জুটি ভাঙ্গেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।

দলীয় ১২১ রানে পান্তের আউটের পর বেশি দূর যেতে পারেনি ভারত। ১৫০ রানে অলআউট হয় তারা। পার্থে এটিই সর্বনিম্ন দলীয় রান ভারতের। এছাড়াও অস্ট্রেলিয়ার মাটিতে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে দেড়শর মধ্যে গুটিয়ে যাওয়া তৃতীয় দল এখন ভারত।

এর আগে ১৯৫৮ সালে ১৩৪ ও ২০২১ সালে ১৪৭ রানে ইংল্যান্ড এবং ২০১৯ সালে ১৪৪ রানে অলআউট হয়েছিলো শ্রীলঙ্কা। ইংল্যান্ড ও শ্রীলংকার ম্যাচগুলো ছিল ব্রিজবেনে দিবা-রাত্রির।

ভারতের হয়ে এই ইনিংসে সর্বোচ্চ রান করেন রেড্ডি। কামিন্সের শিকার হবার আগে ৬টি চার ও ১টি ছক্কায় ৫৯ বলে ৪১ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার হ্যাজেলউড ২৯ রানে ৪টি, স্টার্ক-কামিন্স ও মার্শ ২টি করে উইকেট নেন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২ ওভারে বিনা উইকেটে ১৩ রান পায় অস্ট্রেলিয়া। তৃতীয় ওভার থেকেই ভারতের পেসার ও অধিনায়ক জসপ্রিত বুমরাহর তোপের মুখে পড়ে ১৯ রানে ৩ উইকেট হারায় অসিরা। অভিষেক টেস্ট খেলতে নামা নাথান ম্যাকসুয়েনি ১০, স্টিভেন স্মিথকে ০ ও উসমান খাজাকে ৮ রানে ফিরিয়ে দেন বুমরাহ।

শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা করেও পারেনি অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৫৯ রানে সপ্তম উইকেট হারায় অসিরা। ২টি চারে ১১ রান করা ট্রাভিস হেডকে শিকার করেন ভারতের হয়ে অভিষেক টেস্ট খেলতে নামা পেসার হরষিত রানা।

এরপর জোড়া উইকেট তুলে নেন মোহাম্মদ সিরাজ। মিচেল মার্শকে ৬ ও মার্নাস লাবুশেনকে ২ রানে শিকার করেন সিরাজ। বুমরাহ বলে নিজের মুখোমুখি হওয়া প্রথম বলে জীবন পেয়ে ৫২ বল খেলেছেন লাবুশেন।

দিনের শেষ উইকেট শিকার করেছেন বুমরাহ। কামিন্সকে ৩ রানে ফিরিয়ে দেন কামিন্স। কামিন্স ফেরার পর ১৬ বলে অবিচ্ছিন্ন ৮ রান করে দিন শেষ করেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি ও স্টার্ক। ক্যারি ১৯ ও স্টার্ক ৬ রানে অপরাজিত রয়েছেন।

ভারতের বুমরাহ ১৭ রানে ৪টি, সিরাজ ২টি ও রানা ১টি উইকেট নিয়েছেন।



শেয়ার করুন :