বিরাটের সেঞ্চুরি, ৫৩৪ রানে ভারতের ইনিংস ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০১ পিএম, ২৪ নভেম্বর ২০২৪
বিরাটের সেঞ্চুরি, ৫৩৪ রানে ভারতের ইনিংস ঘোষণা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে গেলে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাট করলো ভারত। ওপেনার যশস্বী জয়সওয়ালের পর বিরাট কোহলির সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করলো ভারত। ফলে জয়ের জন্য স্বাগতিক অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৫৩৪ রান।

স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নামলে ১৫০ রানেই শেষ হয়ে গিয়েছিল ভারতের প্রথম ইনিংস। তবে বল হাতে অসি ব্যাটারদের আটকে দেয় ভারতীয়রা। স্বাগতিক অস্ট্রেলিয়া ব্যাটাররদের ১০৪ রানে গুটিয়ে দিয়ে ৪৬ রানের লিড নেয় ভারত।

প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে দারুণ খেলে ভারতীয় ব্যাটাররা। প্রথম ইনিংসে ডাক মারলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে সেঞ্চুরির তুলে নেন ওপেনার যশস্বী জয়সওয়াল। ১৫টি চার ও ৩ ছক্কার মারে ১৬১ রান করেন তিনি।

যশস্বী জয়সওয়ালের সাথে অপর ওপেনার কেএল রাহুলও দারুণ ব্যাট করেন। ১৭৬ বল খেলে ৫টি চারের মারে ৭৭ রান করেন তিনি। দুই ওপেনারের এমন ব্যাটিংয়ে দ্বিতীয় দিন শেষেই ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেয় ভারত।

রোববার (২৪ নভেম্বর) তৃতীয় দিন বিরাট কোলহি ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি স্পর্শ করেন। কোহলির সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা করে ভারত। ৬ উইকেটে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৪৮৭ রান। ৪৬ রানে লিড থাকায় অস্ট্রেলিয়ার সামলে লক্ষ্য দাঁড়িয়েছে ৫৩৪ রান।

১৪৩ বল খেলে ৮টি চার ও ২টি ছক্কার মারে সেঞ্চুরি পূরণ করেন বিরাট কোহলি। দীর্ঘ ছয় বছর পরে অস্ট্রেলিয়ায় টেস্ট সেঞ্চুরি করলেন বিরাট। সর্বশেষ এই পার্থেই ২০১৮ সালে শতক হাঁকিয়েছিলেন তিনি।



শেয়ার করুন :