অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা করলো বাংলাদেশ। তার আগে দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ২৮৫ রান। ফলে গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে জিততে হলে শেষ সেশনে ২৯৬ রান করতে হবে। প্রথম ইনিংস শেষে ১০ রানের লিড পেয়েছিল বাংলাদেশ।
প্রথম ইনিংসের (১৪৮) পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেন শান্ত। তবে শান্তর সেঞ্চুরির পর আরও দুই ওভার ব্যাটিং করে বাংলাদেশ। পঞ্চম দিনের দ্বিতীয় সেশন শেষে মোট ৮৭ ওভারের খেলা বাংলাদেশ। যেখানে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২৮৫ রান।
দ্বিতীয় সেশন শেষে ইনিংস ঘোষণা করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংস থেকে ১০ রানের লিড থাকায় শেষ সেশনে জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯৬ রান। যেখানে শেষ সেশনে খেলা বাকি রয়েছে ৩৭ ওভার।
ব্যাট হাতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১২৫ এবং নাঈম হাসান ৭ রানের অপরাজিত ছিলেন। এছাড়া ওপেনার সাদমান ইসলামের ব্যাট থেকে আসে ৭৬ রানের ইনিংস।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৭৭ রান করেছিল বাংলাদেশ। ৭ উইকেট হাতে নিয়ে ১৮৭ রানে এগিয়ে ছিল টাইগাররা। ২২ রান নিয়ে খেলতে নেমে পঞ্চম দিন ৪৯ রানে রান আউট হন মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে ১০৯ রানের জুটি গড়েন মুশফিক ও নাজমুল হোসেন শান্ত।
মুশফিক চয়ে যাওয়ায় ৮৯ রানে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করেছেন শান্ত। এরপর অবশ্য আর কোন বড় জুটি পায়নি বাংলাদেশ। লিটন (৩) ও জাকের আলী (২) দ্রুত ফিরে গেলেও নাঈম হাসনকে নিয়ে টানা সেঞ্চুরি তুলে নেন শান্ত।