অন্যরকম বিশ্বরেকর্ড গড়লেন অ্যামব্রিস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১১ এএম, ০৩ ডিসেম্বর ২০১৭
অন্যরকম বিশ্বরেকর্ড গড়লেন অ্যামব্রিস

টেস্ট ক্রিকেট ইতিহাসের অন্যরকম এক বিশ্বরেকর্ডের জন্ম দিলেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল অ্যামব্রিস। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন নিজের অভিষেক টেস্টের প্রথম ডেলিভারিতেই হিট উইকেট আউট হয়েছেন তিনি।

টেস্ট ক্রিকেটের ১৪০ বছরের ইতিহাসে অভিষেক ইনিংসের প্রথম বলেই হিট উইকেট আউট কোন ব্যাটসম্যানই হননি। অ্যামব্রিসই প্রথম বড় ফরম্যাটে এই ধরনের আউটের বিশ্ব রেকর্ডের জন্ম দিলেন।

ওয়েলিংটন টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। ২৮তম ওভারের শেষ বলে দলীয় ৮০ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন ক্যারিবীয়দের ডান-হাতি ব্যাটসম্যান শাই হোপ। এরপর ক্রিজে আসেন অ্যামব্রিস। ২৯তম ওভারে স্ট্রাইক পাননি তিনি। তবে ৩০তম ওভারে স্ট্রাইক পান অ্যামব্রিস।

নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার নিল ওয়াগনারের ঐ ওভারের প্রথম বলেই হিট উইকেট হন অ্যামিব্রস। টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম মুখোমুখি হওয়া ডেলিভারিতে হিট উইকেট হয়ে বিশ্বরেকর্ডের পাতায় নাম তুলেন ২৪ বছর বয়সী ডান-হাতি ব্যাটসম্যান অ্যামব্রিস।


শেয়ার করুন :


আরও পড়ুন

অ্যাশেজে মাঠে গড়ালো দিবা-রাত্রির টেস্ট

অ্যাশেজে মাঠে গড়ালো দিবা-রাত্রির টেস্ট

দাপুটে জয়ে অস্ট্রেলিয়ার অ্যাশেজ শুরু

দাপুটে জয়ে অস্ট্রেলিয়ার অ্যাশেজ শুরু

অশ্বিনের রেকর্ড, শ্রীলঙ্কাকে হারালো ভারত

অশ্বিনের রেকর্ড, শ্রীলঙ্কাকে হারালো ভারত

দিল্লি টেস্টে নেই হেরাথ

দিল্লি টেস্টে নেই হেরাথ