ঢাকা টেস্টে টস জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৩ এএম, ১১ নভেম্বর ২০১৮
ঢাকা টেস্টে টস জয়

ফাইল ফটো

সিলেটের অভিষেক টেস্টে সফরকারী জিম্বাবুয়ের কাছে ১৫১ রানের বড় ব্যবধানে হারের লজ্জা পায় স্বাগতিক বাংলাদেশ। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে টাইগাররা।

এদিকে সিরিজে ১-০তে পিছিয়ে থেকে হার এড়াতে এবার ঢাকা টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। রোববার সকালে ঢাকা টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন এ সিরিজের বারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

আর পড়ুন> ঢাকা টেস্টেও চাপে থাকবে বাংলাদেশ

সিলেট টেস্ট থেকে ঢাকা টেস্টে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। ঢাকা টেস্টে একাদশের বাইরে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ ও নাজমুল ইসলামকে। তাদের পরিবর্তে একাদশে ঢুকেছেন ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও দুই পেসার খালেদ আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

অন্যদিকে এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হচ্ছেন খালেদ ও মিঠুন। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবে টেস্টে অভিষিক্ত হলেন মিঠুন। ৮৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে টেস্ট আঙিনায় পা রাখছেন তিনি।

বাংলাদেশ দল
লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ব্রেন্ডন টেইলর, সিন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ব্রেন্ডন মাভুতা, ডোনাল্ড ত্রিরিপানো, কাইল জার্ভিস ও তেন্ডাই চাতারা।


শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকা টেস্টেও চাপে থাকবে বাংলাদেশ

ঢাকা টেস্টেও চাপে থাকবে বাংলাদেশ

এমন হারের কোন ব্যাখ্যা নেই : মাহমুদউল্লাহ

এমন হারের কোন ব্যাখ্যা নেই : মাহমুদউল্লাহ

তামিমের চোখ ওয়েস্ট ইন্ডিজে

তামিমের চোখ ওয়েস্ট ইন্ডিজে

তলানিতে থাকা জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের শোচনীয় পরাজয়

তলানিতে থাকা জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের শোচনীয় পরাজয়