ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস ভাগ্যে সাকিবের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৩ এএম, ২২ নভেম্বর ২০১৮
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস ভাগ্যে সাকিবের জয়

ফাইল ফটো

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতেছে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। ইনজুরি থেকে ফিরে এ ম্যাচ অধিনায়কের দায়িত্ব পালন করছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে এখানে ১৭টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ১৭টি ম্যাচের মাত্র
১টি জয় পেয়েছে বাংলাদেশ।

চোট থেকে সেরে উঠলেও পুরো ফিটনেস ফিরে না পাওয়ায় সিরিজের প্রথম টেস্টে সাকিবের খেলা নিয়ে সংশয় ছিল। তবে সব শঙ্কা কাটিয়ে একাদশে জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। দিচ্ছেন নেতৃত্বও।

ছয় ব্যাটসম্যান, এক অলরাউন্ডার, তিন স্পিনার ও এক পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সাকিবের সঙ্গে ঘরোয়া লিগ আর প্রস্তুতি ম্যাচে দারুণ খেলা সৌম্য সরকারও ফিরেছেন একাদশে। আর এ ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছে ১৭ বছর বয়সী অফস্পিনার নাঈম হাসানের।

চট্টলার ঘরের ছেলে ঘরের মাঠেই নিজের প্রথম ম্যাচ খেলতে নামছেন নাঈম। অন্যদিকে প্রস্তুতি ম্যাচে দারুণ এক ইনিংস খেলে দলে জায়গা পেলেও অভিষেকের অপেক্ষা বাড়লো সাদমান ইসলামের।

বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান এবং নাঈম হাসান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্রার্থওয়েট (অধিনায়ক), শাই হোপ, কাইরেন পাওয়েল, শিমরোন হেটমায়ার, রোস্টন চেজ, সুনীল অ্যামব্রিস, শেন ডওরিচ (উইকেটরক্ষক), শানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিকান, দেবেন্দ্র বিশু ও কেমার রোচ।


শেয়ার করুন :


আরও পড়ুন

বন্ধ্যাত্ব ঘোচানোর মিশনে বাংলাদেশ

বন্ধ্যাত্ব ঘোচানোর মিশনে বাংলাদেশ

বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে ওয়েস্ট ইন্ডিজ

মুশফিকের সামনে একাধিক রেকর্ডের হাতছানি

মুশফিকের সামনে একাধিক রেকর্ডের হাতছানি

মাশরাফি খেলবে বিশ্বাস পাপনের, তবে নিশ্চয়তা নেই

মাশরাফি খেলবে বিশ্বাস পাপনের, তবে নিশ্চয়তা নেই