দুই ‍উইকেটে ৮৭ রানে মধ্যাহ্ন বিরতিতে টাইগাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৮ পিএম, ৩০ নভেম্বর ২০১৮
দুই ‍উইকেটে ৮৭ রানে মধ্যাহ্ন বিরতিতে টাইগাররা

টপ অর্ডারের দুই ব্যাটসম্যান সৌম্য সরকার ও মুমিনুল হক বাজে শটে আউট হলেও এক পাশ আগলে রেখেছন সদ্য অভিষেক হওয়া সাদমান ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দুই উইকেট হারিয়ে ৮৭ রান তুলে নিয়ে মধ্যাহ্ন বিরতিতে আছেন।

থিতু হয়ে যাওয়ার পর বাজে শটে ফিরেছেন ওপেনার সৌম্য। অফ স্পিনার রোস্টন চেইসের অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া সাদামাটা বলে ড্রাইভ করতে চেয়েছিলেন সৌম্য। বলের কাছে না গিয়ে দূর থেকে শট খেলার চেষ্টায় ধরা পড়েন স্লিপে শেই হোপের হাতে। 

৪২ বলে ১৯ রান করেন সৌম্য। তাকে ফিরিয়ে ৪২ রানের উদ্বোধনী জুটি ভাঙেন চেইস। ক্রিজে অভিষিক্ত সাদমান ইসলামের সঙ্গী আগের ম্যাচের সেরা খেলোয়াড় মুমিনুল হক।

এরপর দলের সাদমানের সাথে হাল ধরেন মমিনুল। ক্রিজে যাওয়ার পর থেকে দ্রুত রান তোলার চেষ্টা করছিলেন মমিনুল। কিন্তু মমিনুলও আজ ইনিংসটা লম্বা করতে পারেন নি।

কেমার রোচের বল মাঝ ব্যাটে খেলতে কিছুটা ভুগছিলেন মুমিনুল। একবার ব্যাটের কানায় লেগে একটুর জন্য ফিল্ডারের হাতে যায়নি ক্যাচ। আরেকবার ব্যাটের কানা ছুঁয়ে লাগে প্যাডে, যেতে পারত স্টাম্পেও। 
 
লাঞ্চের আগের ওভারে রোচের অফ স্টাম্পের বাইরের সাদামাটা বল পুল করে উড়াতে চেয়েছিলেন মুমিনুল। ঠিক মতো শট খেলতে পারেননি, সহজ ক্যাচ যায় মিড অনে রোস্টন চেইসের কাছে।

মুমিনুল ৪৬ বলে দুই চারে ফিরেছেন ২৯ রানে। ৮৭ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে ৩৬ রানে অপরাজিত থেকে লাঞ্চে যান সাদমান ইসলাম।

বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মোমিনুল হক এবং মোহাম্মদ মিঠুন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্র্যাথওয়েট, কাইরন পাওয়েল, শেই হোপ, সুনিল আমব্রিস, রোস্টন চেইস, শিমরন হেটমায়ার, শেন ডাওরিচ, দেবেন্দ্র বিশু, জোমেল ওয়ারিক্যান, শারমন লুইস, কেমার রোচ।

 


শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকা টেস্টেও টস ভাগ্য বাংলাদেশের

ঢাকা টেস্টেও টস ভাগ্য বাংলাদেশের

প্রথমবারের মতো পেসার বিহীন বাংলাদেশ

প্রথমবারের মতো পেসার বিহীন বাংলাদেশ

লেগ স্পিনারের শূন্যতা অনুভব করছেন সাকিব

লেগ স্পিনারের শূন্যতা অনুভব করছেন সাকিব

সাদমানের অভিষেক, লিটনে বাদ মোস্তাফিজ

সাদমানের অভিষেক, লিটনে বাদ মোস্তাফিজ