‘খণ্ডকালীন’‌ বোলারের ঘূর্ণিতে কুপোকাত ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩২ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯
‘খণ্ডকালীন’‌ বোলারের ঘূর্ণিতে কুপোকাত ইংল্যান্ড

ছবি: এফপি

ওয়েস্ট ইন্ডিজের খণ্ডকালীন (পার্ট টাইম) বোলার রোস্টন চেজের ঘূর্ণিতে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হারলো ইংল্যান্ড।  স্পিনার চেজ ৮ উইকেট তুলে নেওয়ায় ইংল্যান্ড মাত্র ২৪৬ রানে গুটিয়ে যায়। ফলে ৩৮১ রানের বিশাল  জয়ে তিন ম্যাচ সিরিজের ০-১ এগিয়ে গেল ক্যারিবিয়রা।

ওয়েস্ট ইান্ডজের দেওয়ার ৫৭২ রানের পর্বতসম লক্ষ্যে নিয়ে ব্যাট করতে নামে ইংল্যান্ড। বিনা উইকেটে ৫৬ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। কিন্তু চতুর্থ দিনেই ঘটে অঘটন। পার্ট টাইম বোলার রোস্টন চেজকে বল তুলে দেন অধিনায়ক। ইংল্যান্ডের প্রথম ইনিংসে তিনি বলই করেননি। কিন্তু চতুর্থ দিন বল হাতে দেখালেন চমক।

পার্ট টাইম চেজের বোলারের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ডের বোলারা। রোস্টন চেজক ৮ উইকেট ও বাকী দুই বোলার একটি করে উইকেট তুলে নিলে ইংল্যান্ড ২৪৬ রানে গুটিয়ে যায়। ফলে ৩৮১ রানের বিশাল জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাটিংয়ে ইংলিশ ওপেনার ররি বার্নস ৮৪ রান করলেও বাকীরা তেমন রান তুলতে পারেননি। বার্নস (৮৪), জো রুট (২২), বেন স্টোকস (৩৪), জস বাটলার (২৬), মঈন আলী (০), আদিল রশিদ (১), বেন ফোকস (৫), স্যাম কারান (১৭) এই ৮টি উইকেট তুলে নেন চেজ।

ches

চেজের ‍দুর্দান্ত বোলিং ক্যারিবীয় ক্রিকেটের রেকর্ড বইয়েও নাম লিখিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে এটি কোনো ক্যারিবীয়ান বোলারের দ্বিতীয় সেরা বোলিং (৮/৬০)। এই ব্রিজটাউনেই ১৯৯০ সালে ৪৫ রানে ৮ উইকেট নিয়েছিলেন কার্টলি অ্যামব্রোস। সেই হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে এটি কোনো ক্যারিবীয়ান স্পিনারের সেরা বোলিং। টেস্টে এক ইনিংসে ৮ উইকেট নেওয়ার সঙ্গে ক্যারিয়ারে অন্তত একটি সেঞ্চুরি করা প্রথম ক্যারিবীয় ক্রিকেটারও চেজ।

এসবের বাইরেও আরও একটি কীর্তি গড়েছেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার। টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে বল না করে দ্বিতীয় ইনিংসে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি এখন চেজের। এর আগে রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার অফ স্পিনার হিউ ট্রেম্বলের দখলে। ১৯০৪ সালে মেলবোর্নে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ২৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন ট্রেম্বল।

সংক্ষিপ্ত স্কোর-

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৮৯/১০
ইংল্যান্ড ১ম ইনিংস: ৭৭/১০
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৪১৫/৬ (ইনিংস ঘোষণা)
ইংল্যান্ড ২য় ইনিংস: ৮০.৪ ওভারে ২৪৬/১০ (বার্নস ৮৪, জেনিংস ১৪, বেয়ারস্টো ৩০, রুট ২২, স্টোকস ৩৪, বাটলার ২৬, মইন ০, ফোকস ৫, কারান ১৭, রশিদ ১, অ্যান্ডারসন ৪*; রোচ ০/৫৮, গ্যাব্রিয়েল ১/৫৫, চেইস ৮/৬০, জোসেফ ১/৩৫,)।
ফল: ৩৮১ রানে জয়ী ওয়েস্ট ইন্ডিজ 
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে
ম্যাচসেরা: জেসন হোল্ডার


শেয়ার করুন :


আরও পড়ুন

হোল্ডারের বিস্ময়কর ডাবল সেঞ্চুরি

হোল্ডারের বিস্ময়কর ডাবল সেঞ্চুরি

অতীত রেকর্ডে মোটেই স্বস্তিতে নেই ইংল্যান্ড

অতীত রেকর্ডে মোটেই স্বস্তিতে নেই ইংল্যান্ড

দুর্ভাগ্যে টেস্ট অভিষেক হলো না অলি স্টোনের

দুর্ভাগ্যে টেস্ট অভিষেক হলো না অলি স্টোনের

ওয়েস্ট ইন্ডিজকে হাল্কাভাবে না নিতে সতর্ক করলেন স্টুয়ার্ট ল

ওয়েস্ট ইন্ডিজকে হাল্কাভাবে না নিতে সতর্ক করলেন স্টুয়ার্ট ল