পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে সিরিজ শুরু টাইগার যুবাদের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫০ পিএম, ০১ মে ২০১৯
পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে সিরিজ শুরু টাইগার যুবাদের

পাকিস্তানকে হারিয়ে জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। সফরকারী পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট দুর্দান্ত জয় তুলে নিয়েছে টাইগার যুবারা।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বোলিংয়ে জ্বলে উঠেছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে স্বাগতিকরা ১৩৯ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে অলআউট করে মাত্র ১১০ রানে। তাতে বাংলাদেশের লক্ষ্য ঠিক হয় ১২০ রানের। সেই লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিকরা দ্বিতীয় দিন শেষ করেছে ৩ উইকেটে ৮৩ রানে।

ব্যাট হাতে প্রথম ইনিংস একেবারেই ভালো কাটেনি বাংলাদেশের। অলআউট হয় ১৩৯ রানে। সবোচ্চ ৪৩ রান করেছে সাকিব শাহরিয়ার। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেছে মফিজুল ইসলাম রবিন। বাংলাদেশকে অল্পতে আটকে রাখার পথে খালিদ খান ৩৩ রান দিয়ে পেয়েছে ৫ উইকেট।

তবে বল হাতে দ্বিতীয় ইনিংসেও জ্বলে ওঠে বাংলাদেশ। আশিকুর রহমান (৪/২১) ও মোস্তাফিজুর রহমান রাব্বির (৪/৩৮) দুর্দান্ত বোলিংয়ের সামনে সফরকারীরা অলআউট মাত্র ১১০ রানে। পাকিস্তানের সর্বোচ্চ ৪৮ রান এসেছে সামির সাকিবের ব্যাট থেকে।

তাতে বাংলাদেশের লক্ষ্য ঠিক হয় ১২০ রানের। সহজ এই লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় দিন শেষ করেছে তারা ৩ উইকেটে ৮৩ রানে। সাকিব শাহরিয়ার ৪৬ রানে ও আইচ মোল্লা ১১ রানে অপরাজিত থাকে।

শেষ দিনে এসে সাকিব শাহরিয়ার ৬৪ রানে এবং আইচ মোল্লা কোন রান যোগ না করে ফিরেন। এরপর রিসাদ খান ও মাহফুজুর রহমান রাব্বি অপরাজি থেকে দল কে ৫ উইকেটে জয় উপহার দেন।

ম্যাচ সেরা হয়েছে বাংলাদেশের সাকিব শাহরিয়ার।


শেয়ার করুন :


আরও পড়ুন

খেলার সময় আত্মবিশ্বাসী থাকলে বললেন প্রধানমন্ত্রী

খেলার সময় আত্মবিশ্বাসী থাকলে বললেন প্রধানমন্ত্রী

দুঃখ প্রকাশ করেছেন সাকিব

দুঃখ প্রকাশ করেছেন সাকিব

বিশ্বকাপ যাত্রায় দেশ ছাড়ল টাইগাররা

বিশ্বকাপ যাত্রায় দেশ ছাড়ল টাইগাররা

বাংলাদেশের জার্সি পরিবর্তনে আইসিসির সম্মতি, যুক্ত হচ্ছে লাল রং

বাংলাদেশের জার্সি পরিবর্তনে আইসিসির সম্মতি, যুক্ত হচ্ছে লাল রং