পাকিস্তানে টেস্ট খেলতে ‌‘রাজি’ শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২০ জুলাই ২০১৯
পাকিস্তানে টেস্ট খেলতে ‌‘রাজি’ শ্রীলঙ্কা

ফাইল ফটো

শ্রীলঙ্কা ক্রিকেট দল একটি টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তান সফরে রাজি হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত খবরে এমন তথ্য জানানো হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অবস্থা পর্যালোচনার জন্য একটি নিরাপত্তা প্রতিনিধি দল পাঠাতে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কাছে অনুরোধ জানালে লঙ্কানরা পাকিস্তানে একটি টেস্ট খেলতে রাজি হয়।

প্রকাশিত খবর অনুযায়ী, নির্ধারিত সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে দুই টেস্টের একটি সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে জঙ্গি হামলার পর পাকিস্তান নিজ মাঠে কোন টেস্ট ম্যাচ আয়োজন করতে পারেনি। শেষ পর্যন্ত পাকিস্তানের অনুরোধে করাচি কিংবা লাহোরে একটি টেস্ট খেলতে রাজি হয়েছে শ্রীলঙ্কা। তবে পাকিস্তান নিজ মাঠে দুই টেস্ট আয়োজনের চেষ্টা করছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

হাথুরুসহ শ্রীলঙ্কার সকল কোচিং স্টাফদের পদত্যাগের নির্দেশ

হাথুরুসহ শ্রীলঙ্কার সকল কোচিং স্টাফদের পদত্যাগের নির্দেশ

চাপ সত্ত্বেও পদত্যাগ করবেন না হাথুরুসিংহে

চাপ সত্ত্বেও পদত্যাগ করবেন না হাথুরুসিংহে

পিসিবির সঙ্গে থাকছেন না ইনজামাম

পিসিবির সঙ্গে থাকছেন না ইনজামাম

বাদ যাচ্ছে আর্থার, আলোচনায় অ্যান্ডি ফ্লাওয়ার ও সাকলাইন মুশতাক

বাদ যাচ্ছে আর্থার, আলোচনায় অ্যান্ডি ফ্লাওয়ার ও সাকলাইন মুশতাক