পিসিবির সঙ্গে থাকছেন না ইনজামাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৭ পিএম, ১৭ জুলাই ২০১৯
পিসিবির সঙ্গে থাকছেন না ইনজামাম

ফাইল ছবি

>> সমান পয়েন্ট নিয়েও পাকিস্তানের বিদায়
>> এটাই ক্রিকেটের নিয়ম : অবসর বার্তায় মালিক
>> বাদ যাচ্ছে আর্থার, আলোচনায় অ্যান্ডি ফ্লাওয়ার ও সাকলাইন মুশতাক

পদত্যাগের ঘোষণা দিলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হক। ৩১ জুলাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে তিনি আর এ পদে থাকবে না।

২০১৬ সালের এপ্রিলে পাকিস্তানের প্রধান নির্বাচক নিয়োগ পান দলটির সাবেক অধিনায়ক ইনজামাম। এ সময়ে দুই বছর আগে ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করে পাকিস্তান ক্রিকেট দল।

ইনজামামের শেষ অ্যাসাইনমেন্ট ছিল ইংল্যান্ডে সদ্য শেষ হওযা ২০১৯ ক্রিকেট বিশ্বকপে পাকিস্তান দল নির্বাচন করা। তবে মেগা এ ইভেন্টে সরফরাজ আহমেদের দল মোটেই ভালো করতে পারেনি। গ্রুপ পর্বে পঞ্চম স্থানে থেকে বিদায় নেওয়ায় তারা সেমিফাইনালে ওঠতে পারেনি।

এদিকে এক বিবৃতিতে ৪৯ বছর বয়সী ইনজামাম বলেছেন, ‘প্রায় তিন বছরের বেশি সময় যাবত পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করার পর আমি আর চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি বলেন, ‘যেহেতু আগামী সেপ্টেম্বরে শুরু হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপ, ২০২০ সালে আছে টি-২০ বিশ্বকাপ এবং এরপর ২০২৩ সালে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ রয়েছে, তাই নতুন ধ্যান ধারণা এবং পরিকল্পনা করতে একজন প্রধান নির্বাচক নিয়োগ দিতে পিসিবির এটাই সঠিক সময় বলে আমি মনে করি।’

ইনজামামের আমলে ফখর জামান, হাসান আলী, ইমাম উল হক, মোহাম্মদ আব্বাস, সাদাব খান, শাহিন শাহ আফ্রিদি এবংউসমান সিনওয়ারির মত খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিষেক ঘটেছে। এ সময়ে তিন ফর্মেটেই পাকিস্তান দলের ব্যাটিং স্তম্ভ হিসেবে নিজকে প্রতিষ্ঠিত করেছে বাবর আজম।

ইনজামাম আরও বলেন, ‘এ সকল খেলোয়াড় ভালো করছে এবং আন্তর্জাতিক ক্রিকেটে তাদের নাম উঠেছে -এ দেখাটা অত্যন্ত আনন্দের বিষয়। অত্যন্ত আগ্রহ নিয়ে আমি তাদের অগ্রগতি পর্যবেক্ষণ করব, কেননা আমার দৃঢ় বিশ্বাস পাকিস্তান ক্রিকেটকে একদিন অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষমতা এসব খেলোয়াড়দের মধ্যে রয়েছে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

টাইগারদের ‘বাঙালি’ বলায় সাংবাদিককে শুধরে দিলেন সরফরাজ

টাইগারদের ‘বাঙালি’ বলায় সাংবাদিককে শুধরে দিলেন সরফরাজ

পাকিস্তান দলে কোন্দল নেই, ব্যর্থতার দায় সবার

পাকিস্তান দলে কোন্দল নেই, ব্যর্থতার দায় সবার

আমিরকে দুইবার সতর্ক করেছিলেন আম্পয়াররা

আমিরকে দুইবার সতর্ক করেছিলেন আম্পয়াররা

প্রধানমন্ত্রীর পরামর্শ শুনেননি সরফরাজ

প্রধানমন্ত্রীর পরামর্শ শুনেননি সরফরাজ