‘টুইন’ সেঞ্চুরি রেকর্ডের পাতায় স্মিথ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৩ এএম, ০৬ আগস্ট ২০১৯
‘টুইন’ সেঞ্চুরি রেকর্ডের পাতায় স্মিথ

ছবি : গেটি ইমেজ

বল-টেম্পারিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফিরে দুই ইনিংসেই সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১৪৪ ও ১৪২ রানের দু’টি ঝকমকে ইনিংস খেলেন তিনি।

অ্যাশেজের এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা অষ্টম ব্যাটসম্যান হলেন স্মিথ। তবে অস্ট্রেলিয়ার পক্ষে পঞ্চম।  যার মাধ্যমে রেকর্ড পাতার বহুস্থানে নাম উঠলো স্মিথের। অস্ট্রেলিয়ার অন্য চারজন হলেন- ওয়ারেন বার্ডসলি, অর্থার মরিস, স্টিভ ওয়াহ ও ম্যাথু হেইডেন।

ইংল্যান্ডের পক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন- হারবার্ট সাটলিফে, ওয়ালি হ্যামন্ড ও ডেনিস কম্পটন।

অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাশেজের এক ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি করা খেলোয়াড়রা হলেন- ওয়ারেন বার্ডসলি ১৩৬ ও ১৩০, ওভাল-১৯০৯; অর্থার মরিস ১২২ ও ১২৪*, অ্যাডিলেড-১৯৪৭; স্টিভ ওয়াহ ১০৮ ও ১১৬, ম্যানচেষ্টার-১৯৯৭; ম্যাথু হেইডেন ১৯৭ ও ১০৩, ব্রিসবেন-২০০২; স্টিভেন স্মিথ ১৪৪ ও ১৪২, বার্মিংহাম ২০১৯।

১৭ বছর পর অ্যাশেজ টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি ঘটিয়েছেন স্মিথ। সর্বশেষ ২০০২ সালে ব্রিসবেনে ১৯৭ ও ১০৩ রানের ইনিংস খেলেন তারই স্বদেশি হেইডেন।

ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অ্যাশেজের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন স্মিথ। এর আগে ওভালে ইংল্যান্ডের ওয়ারেন বার্ডসলি ও ওল্ড ট্রাফোর্ডে ওয়াহ দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। বার্মিংহামে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন স্মিথ। ২০০৪ সালে এই ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের মার্কাস ট্রেসকোথিক।

বার্মিংহাম টেস্টের দুই ইনিংসে ১৪৪ ও ১৪২ রান করে বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরিতে ১৪০-এর বেশি রান করলেন স্মিথ। তার আগে অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার, জিম্বাবুয়ের এন্ডি ফ্লাওয়ার ও শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান এ কীর্তি গড়েছিলেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্টে পাঁচদিন ব্যাট করার রেকর্ডে বার্নস

টেস্টে পাঁচদিন ব্যাট করার রেকর্ডে বার্নস

অ্যাশেজে জয়ে শুরু অস্ট্রেলিয়ার

অ্যাশেজে জয়ে শুরু অস্ট্রেলিয়ার

আবারও খেলব কি-না জানতাম না : স্মিথ

আবারও খেলব কি-না জানতাম না : স্মিথ

ওয়ার্নার কাণ্ডে হাসলেন ইংলিশরা

ওয়ার্নার কাণ্ডে হাসলেন ইংলিশরা