তৃতীয় টেস্টে অপরিবর্তিত ইংল্যান্ড দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৯ এএম, ২০ আগস্ট ২০১৯
তৃতীয় টেস্টে অপরিবর্তিত ইংল্যান্ড দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে অপরিবর্তিত থাকছে ইংল্যান্ড দল। লর্ডসে দ্বিতীয় টেস্টের দলটিকে বহাল রেখেই হেডিংলির ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইনজুরির কারণে এ টেস্টেও খেলতে পারছেন না ডান-হাতি পেসার জেমস এন্ডারসন।

বার্মিংহামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইনজুরিতে পড়েন ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী এন্ডারসন। কাফ ইনজুরিতে পড়ে ৪ ওভার বল করে মাঠ ছাড়েন তিনি। এরপর আর ওই টেস্টে আর খেলতে পারেননি এন্ডারসন।

আশা করা হয়েছিল, তৃতীয় টেস্টে খেলতে পারবেন এন্ডারসন। কিন্তু ভাগ্য সহায় হলো না এন্ডারসনের। তবে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে এ সপ্তাহে লিভারপুলে একটি তিনদিনের ম্যাচে ল্যাঙ্কাশায়ারের হয়ে ম্যাচ খেলতে নামবেন তিনি।

লর্ডসে খেলতে না পারলেও ১২ সদস্যের দলে নিজের জায়গা ধরে রেখেছেন সারের বাঁ-হাতি পেসার স্যাম কারান। তবে তৃতীয় টেস্টের একাদশে তার খেলার সুযোগ ক্ষীণই। কারণ এন্ডারসনের পরিবর্তে দলে সুযোগ পেয়েই চমক দেখিয়েছেন পেসার জোফরা আর্চার।

প্রথমবারের মত ইংল্যান্ডকে ওয়ানডে বিশ্বকাপ জয়ে প্রধান ভূমিকা রাখা আর্চার, টেস্টের অভিষেকে ঝলক দেখান। দুই ইনিংসে ৪৪ ওভার বল করে ৯১ রান দিয়ে ৫ উইকেট নেন আর্চার।

ইংল্যান্ডের অধিনায়ক জো রুটের হোম গ্রাউন্ড হেডিংলিতে বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।

ইংল্যান্ড দল
জো রুট (অধিনায়ক), ররি বার্নস, জেসন রয়, জো ডেনলি, বেন স্টোকস, জস বাটলার, জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ ও সাম কারান।


শেয়ার করুন :


আরও পড়ুন

কোনো রকমে মান বাঁচলো অস্ট্রেলিয়ার

কোনো রকমে মান বাঁচলো অস্ট্রেলিয়ার

খেল দেখালেন আর্চার

খেল দেখালেন আর্চার

দল থেকে বাদ পড়ে বিরতিতে মঈন আলী

দল থেকে বাদ পড়ে বিরতিতে মঈন আলী

অ্যাশেজে জয়ে শুরু অস্ট্রেলিয়ার

অ্যাশেজে জয়ে শুরু অস্ট্রেলিয়ার