রোহিত ব্যর্থ হলেও মায়াঙ্ক আগারওয়ালের ডাবল সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১২ পিএম, ০৩ অক্টোবর ২০১৯
রোহিত ব্যর্থ হলেও মায়াঙ্ক আগারওয়ালের ডাবল সেঞ্চুরি

স্বাগতিক ভারতের বিপক্ষে খেলতে নেমে কঠিন পরীক্ষায় পড়েছেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। রাবাদা-ফিলেন্ডার-মহারাজরাদের বলকে দুর্দান্তভাবে শাসন করেছেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও মায়াঙ্ক আগারওয়াল।

বিশাখাপত্তম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে রোহিত-আগারওয়ালের উদ্বোধনী জুটিতেই ভারত তুলেছে ৩১৭ রান। কিছুতেই যেন কিছু করতে পারছিলেন না প্রোটিয়া বোলাররা। শেষ পর্যন্ত ম্যারাথন এ জুটি ভাঙে ইনিংসের ৮২তম ওভারে।

কেশভ মহারাজের ঘূর্ণি ডেলিভারিতে পরাস্ত হয়ে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েছেন রোহিত শর্মা। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ওপেন করতে নেমে ডাবল সেঞ্চুরির খুব কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি।

ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ২৪ রান দূরে থেকে আউট হন তিনি। ২৪৪ বল মোকাবেলা করে ১৭৬ রানে থেমেছেন রোহিত। এ ইনিংসে ২৩টি চার আর ৬টি ছক্কা হাঁকিয়েছেন ডানহাতি এ ভারতীয় ওপেনার ব্যাটসম্যান।

রোহিত অবশ্য টেস্টের প্রথম দিন বুধবারই সেঞ্চুরি করেছেন। এদিকে রোহিত ব্যর্থ হলেও দ্বিতীয় দিন (বৃহস্পতিবার) সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরি করেছেন তার সঙ্গী মায়াঙ্ক আগারওয়ালও।

৩৭১ বল মোকাবেলা করে তিনি করেছেন ২১৫ রান। এর মধ্যে রোহিতের সমান ২৩টি চার ও ৬টি ছক্কার মার মেরেছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে আগারওয়ালের এটিই প্রথম সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরির ইনিংস।


শেয়ার করুন :


আরও পড়ুন

ওপেনার রোহিতের সেঞ্চুরি, ভারতের উড়ন্ত সূচনা

ওপেনার রোহিতের সেঞ্চুরি, ভারতের উড়ন্ত সূচনা

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতলো পাকিস্তান

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতলো পাকিস্তান

মিডিয়া কাপ ফুটবলে তিন নারী রেফারি

মিডিয়া কাপ ফুটবলে তিন নারী রেফারি

পাকিস্তান টি-২০ দলে ফিরলেন শেহজাদ ও উমর আকমল

পাকিস্তান টি-২০ দলে ফিরলেন শেহজাদ ও উমর আকমল