প্রথম দিনে ভালো অবস্থানে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২২ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৮
প্রথম দিনে ভালো অবস্থানে বাংলাদেশ

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৭৪ রান। তবে দিন শেষে আফসোস মুশফিকের ৯২ রানের আউট।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চলমান ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করতে নামে তামিম ও উমরুল কায়েস।

তামি ইকবালের ৫২, ইমরুল কায়েসের ৪০, মুমিনুল হকের অপরাজিত ১৭৫ ও মুশফিকুর রহিমের ৯২ রানের সুবাদে ৯০ ওভারে দিন শেষে ৪ উইকেটে ৩৭৪ রান সংগ্রহ করেছে টাইগাররা। তবে মুশফিক একটুর জন্য সেঞ্চুরির দেখা পেলেন না। তার পরের বলেই লিটন ফিরলেন শূন্য রানে।

মুুমিনুল হককে সঙ্গে ২৩৬ রানের জুটি গড়েছিলেন মুশফিকুর রহীম। মুুমিনুল সেঞ্চুরি তুলে ডাবলের দিকে এগিয়ে যাচ্ছেন। সেঞ্চুরিটা পাওনা ছিল মুশফিকেরও। কিন্তু তা আর হলো না। মাত্র ৮ রানের জন্য তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছা হয়নি তার। সুরাঙ্গা লাকমলের শিকার হয়ে ৯২ রানে সাজঘরে ফেরেন মুশফিক।

তবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশের টেস্ট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস : ৯০ ওভারে ৩৭৪/৪ (তামিম ৫২, ইমরুল ৪০, মুমিনুল ১৭৫*, মুশফিক ৯২, লিটন ০, মাহমুদউল্লাহ ৯*; লাকমল ১৭-৩-৪৩-২, কুমারা ১২-১-৬৪-০, দিলরুয়ান ২৪-৪-৯৮-১, হেরাথ ২০-১-১০০-০, সান্দাকান ১৩-১-৫৮-১, ধনঞ্জয়া ৪-০-১১-০)।


শেয়ার করুন :


আরও পড়ুন

আঙুলে ব্যথা নিয়েই চট্টগ্রামে সাকিব

আঙুলে ব্যথা নিয়েই চট্টগ্রামে সাকিব

দ. আফ্রিকার কাছে হেরে ষষ্ঠ বাংলাদেশ

দ. আফ্রিকার কাছে হেরে ষষ্ঠ বাংলাদেশ

৪০ রানে ইমরুলের বিদায়

৪০ রানে ইমরুলের বিদায়

সাগরিকা পাড়ের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের পরিসংখ্যান

সাগরিকা পাড়ের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের পরিসংখ্যান