ভারত-বাংলাদেশ কলকাতা টেস্টের সময় পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২১ পিএম, ১৩ নভেম্বর ২০১৯
ভারত-বাংলাদেশ কলকাতা টেস্টের সময় পরিবর্তন

বাংলাদেশ-ভারতের মধ্যকার কলকাতার দিবা-রাত্রি টেস্টের সময়ে পরিবর্তন আনা হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ম্যাচটি স্থানীয় সময় দুপুর দেড়টায় শুরু হওয়ার কথা ছিল। তবে শিশিরের কথা মাথায় রেখে ম্যাচটি শুরুর সময় আধা ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী দুপুর ১টায় শুরু হয়ে শেষ হবে রাত ৮টায়।

শিশিরের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিআই) কাছে সময় পরিবর্তন করার জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনুরোধ জানিয়েছিল। সিএবির সেই অনুরোধে সাড়া দিয়েছে বিসিসিআই।

এ বিষয়ে সিএবির কিউরেটর সুজন মুখার্জী বলেছেন, ‘শিশিরের বিষয়টি মাথায় রেখে ম্যাচের সময় পরিবর্তনের জন্য বিসিসিআই’র কাছে অনুরোধ করেছিল সিএবি। নতুন সময় অনুযায়ী খেলা শুরু হবে প্রতিদিন দুপুর ১টায়।

তিনি আরও বলেন, বিকেল ৩টার মধ্যে প্রথম সেশন শেষ হবে। দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল ৩টা ৪০ মিনিটে। এটা চলবে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা ৬টায় শেষ সেশন শুরু হবে শেষ হবে রাত ৮টায়।

বাংলাদেশ-ভারতের মধ্যকার কলকাতার টেস্টটি হবে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ। গোলাপির বলে এ টেস্টে মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত উভয় দেশই প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলার যাত্রা শুরু করবে। ঐতিহাসিক এ টেস্ট ম্যাচকে সামনে রেখে বিশাল আয়োজন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতীয় ক্রিকেট বোর্ডে নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি এ টেস্ট ম্যাচটি উদ্বোধনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পঞ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও উপস্থিত থাকবেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

শেখ হাসিনাকে বিশেষ স্মারক দিচ্ছে ক্যাব

শেখ হাসিনাকে বিশেষ স্মারক দিচ্ছে ক্যাব

ইডেন টেস্টের জন্য ৭২টি গোলাপী বল বানাচ্ছে ভারত

ইডেন টেস্টের জন্য ৭২টি গোলাপী বল বানাচ্ছে ভারত

গোলপি বলে দিবা-রাত্রির টেস্ট নিয়ে উচ্ছ্বসিত রোহিত

গোলপি বলে দিবা-রাত্রির টেস্ট নিয়ে উচ্ছ্বসিত রোহিত

হেলিকপ্টার শো দিয়ে শুরু হবে দিবা-রাত্রির ইডেন টেস্ট

হেলিকপ্টার শো দিয়ে শুরু হবে দিবা-রাত্রির ইডেন টেস্ট