রিপোর্ট ভালো হলেও পর্যবেক্ষণে লিটন-নাঈম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২২ পিএম, ২২ নভেম্বর ২০১৯
রিপোর্ট ভালো হলেও পর্যবেক্ষণে লিটন-নাঈম

ঐতিহাসিক দিবা-রাত্রির ম্যাচে বাউন্সের আঘাতে ব্যথা পেয়ে না খেলেই মাঠ ছেড়েছেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান। পরে কলকাতার একটি স্থানীয় হাসপাতালে লিটন দাসের মাথায় স্ক্যান এবং নাঈম হাসানের এমআরআই করা হয়। রিপোর্টে কোন সমস্যা ধরা না পড়লেও আপাতত তাদের দুজনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কলকাতায় ভারতের বিপক্ষে শুক্রবার (২২ নভেম্বর) থেকে শুরু হওয়া দিবা-রাত্রির টেস্টে বাউন্সারে মাথায় বলের আঘাত পান লিটন দাস ও নাঈম হাসান। ম্যাচের প্রথম দিনের ২২তম ওভারের চতুর্থ বলে ভারতের পেসার ইশান্ত শর্মার বাউন্সারে মাথায় আঘাত পান লিটন। পরে আহত অবসর নিয়ে ২৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন লিটন।

২৩তম ওভারে ভারতের আরেক পেসার মোহাম্মদ সামির বাউন্সারে মাথায় আঘাত পান নাঈম হাসান। ওই সময় শূন্য রানে ব্যাট করছিলেন নাঈম। পরবর্তীতে মাঠের ভেতরই প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাট করেন নাঈম। শেষ পর্যন্ত ৪টি চারে ২৮ বলে ১৯ রান করে আউট হন তিনি।

নিজেদের ইনিংস শেষে কলকাতার একটি হাসপাতালে স্ক্যান করাতে যান লিটন ও নাঈম। তবে লিটস দাসের মাথায় স্ক্যান করা হলেও নাঈম হাসানের এমআরআই করানো হয়। দু’জনের রিপোর্টই ভালো এসেছে বলে জানা গেছে। তবে সতর্কমূলক পদক্ষেপ হিসেবে তাদের দু’জনকেই আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে লিটন ও নাঈম ম্যাচের পরিবর্ত সময়ে আর না খেলায় ‘কনকাশন সাব’ হিসেবে যথাক্রমে স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম খেলতে নামেন।

মিরাজ ব্যাট করার সুযোগ পেয়ে ৮ রান করেন। আর নাঈম নিজের ব্যাটিং ইনিংস শেষ করায় ব্যাট হাতে নামতে পারেননি তাইজুল। তবে ফিল্ডিং করতে নামেন তাইজুল।

আইসিসির নিয়মনুযায়ী বল করতে পারবেন তাইজুল। কারণ বোলার নাঈমের পরিবর্তে খেলতে নেমেছেন তাইজুল। তবে মিরাজ বল করতে পারবেন না। কারণ ব্যাটসম্যান লিটনের পরিবর্তে খেলতে নেমেছেন তিনি। আইসিসির নিয়মানুযায়ী, ব্যাটসম্যানের পরিবর্তে নামলে ব্যাটিং ও বোলারের পরিবর্তে সুযোগ পেলে বোলিং করা যাবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

দিবা-রাত্রির টেস্টে কেন গোলাপী বল

দিবা-রাত্রির টেস্টে কেন গোলাপী বল

গোলাপী বলে খেই হারালো বাংলাদেশ, প্রথম দিনেই ভারতের লিড

গোলাপী বলে খেই হারালো বাংলাদেশ, প্রথম দিনেই ভারতের লিড

দিবা-রাত্রির টেস্টে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন

দিবা-রাত্রির টেস্টে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন

গোলাপী বলের ক্রিকেট টেস্টের ভাবিষ্যৎ নয় : কোহলি

গোলাপী বলের ক্রিকেট টেস্টের ভাবিষ্যৎ নয় : কোহলি