তৃতীয় দিনের প্রথম সেশনটা গুরুত্বপূর্ণ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৭ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৮
তৃতীয় দিনের প্রথম সেশনটা গুরুত্বপূর্ণ

বাঁ-হাতি ব্যাটসম্যান মোমিনুলের ১৭৬ ও মুশফিকুর রহিম-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ-তামিম ইকবালের হাফ-সেঞ্চুরিতে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫১৩ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে প্রথম দিন শেষে ১ উইকেটে ১৮৭ রান তুলেছে শ্রীলঙ্কা।

দ্বিতীয় দিনের শেষ সেশনটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। তবে আগামীকাল (শুক্রবার) তৃতীয় দিনের প্রথম সেশনে শ্রীলঙ্কার উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলার কথা বললেন চলতি টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ স্কোরার মমিনুল হক। এছাড়া প্রথম ইনিংস থেকে লিডের প্রত্যাশও করছেন তিনি।

দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মমিনুল বলেন, ‘লিডটা জরুরি। সবার কাছে তাই মনে হয়। কাল (শুক্রবার) প্রথম সেশনে তিন-চারটা উইকেট বের করতে পারলেই লিডে চলে যাব। বোলাররা জায়গা মতো বল করলেই সেটা সম্ভব। আমার ওই বিশ্বাস আছে।’

গতকালই জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নিজের চতুর্থ সেঞ্চুরির স্বাদ পেয়েছেন মমিনুল। তিন অংকে পা দিয়ে নিজের ইনিংসটা বড় করেছেন তিনি। তাই প্রথম দিন শেষে ১৭৫ রানে অপরাজিত ছিলেন। তবে দ্বিতীয় দিন মাত্র ১ রান যোগ করতে পারেন তিনি। ফলে ১৭৬ রানেই থেমে যেতে হয় তাকে। তবে নিজের ইনিংসটা বড় করতে না পারার আফসোস নেই মমিনুলের। দলের জন্য আরও কিছু করতে না পারার আফসোস রয়েছে তার।

তিনি বলেন, ‘দলের জন্য আরও কিছুটা অবদান রাখতে পারলে ভালো লাগত। এই আর কী। যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ, ভালো। আরও একটা সেশন খেলতে পারলে ভালো লাগত, আলটিমেটলি এটা তো দলের জন্য খেলা। আমি যদি আরও এক সেশন ব্যাট করে লাঞ্চ করতে যেতে পারতাম তাহলে দলও ৬০০’র বেশি রান করতে পারত।’

গতকাল সেঞ্চুরির পর একটু অন্যরকম উদযাপন করেছেন মমিনুল। সাধারণত সেঞ্চুরির পর তার কাছ থেকে উৎফুল্লময় উদযাপন দেখতে পারা যায় না। এ ব্যাপারে মমিনুল বলেন, ‘বিশেষ কোনো কারণ ছিল না, আপনারা যেভাবে মনে করছেন ওরকম কিছু না। চ্যালেঞ্জটা নিজের কাছে ছিল। অনেক দিন ধরে ১০০ করতে পারছিলাম না। এটা করতে পারায় এখন অনেক ভালো লাগছে। আপনি যখনই একটা বড় ইনিংস খেলবেন, আমি যদি বলি আমি সন্তুষ্ট না তাহলে ভুল বলা হবে। আমি যতটুকু খেলেছি আমার কাছে ভালো লেগেছে। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, হয়তো আরেকটা সেশন খেলতে পারলে ভালো লাগত।’

ম্যাচের প্রথম দিনের চেয়ে আজ (বৃহস্পতিবার) উইকেট কিছুটা কঠিন বলেও জানান মমিনুল, ‘এখন একটু স্পিন হচ্ছে। লাস্ট স্পেলে স্পিনাররা ভালো বল করছে। আমার মনে হয় কালকে (শুক্রবার) বেশি স্পিন ধরবে। কালকের চেয়ে আজকে প্রথম দিকে কঠিন ছিল না। কিন্তু শেষ ওভারে টার্ন করা শুরু করেছে। আমার মনে হয়েছে কালকে আরও বাড়বে। কারণ আমার মনে হয় এসব উইকেটে যত দিন যায় তত বেশি স্পিন তত বেশি ধরে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

৩২৬ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

৩২৬ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

৫১৩ রানে থামলো বাংলাদেশ

৫১৩ রানে থামলো বাংলাদেশ

২ হাজার রানের ক্লাবে মাহমুদউল্লাহ

২ হাজার রানের ক্লাবে মাহমুদউল্লাহ

তামিমের রেকর্ড ভাঙলেন মমিনুল

তামিমের রেকর্ড ভাঙলেন মমিনুল