পাত্তাই পেল না বাংলাদেশ, ইনিংস পরাজয়ের হ্যাটট্রিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২০
পাত্তাই পেল না বাংলাদেশ, ইনিংস পরাজয়ের হ্যাটট্রিক

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের কাছে ইনিংস ও ৪৪ রানে হারলো সফরকারী বাংলাদেশ। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক পাকিস্তান।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এটি টানা ষষ্ঠ পরাজয়। যা গতবছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের কাছে দুই ম্যাচে ইনিংস দিয়ে শুরু হয়। এছাড়া বাংলাদেশের এটি টানা তৃতীয় ইনিংস ব্যবধানে পরাজয়।

নিউজিল্যান্ডের পর ঘরের মাঠে আফগানিস্তান এবং ভারত সফরে গিয়ে আরও দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ। এবার পাকিস্তানেও প্রথম ম্যাচে পাত্তাই পেল না বাংলাদেশ টেস্ট দল।

২১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১২৬ রান করেছিল বাংলাদেশ। ইনিংস হার এড়াতে ৪ উইকেট হাতে নিয়ে আরও ৮৬ রান করতে হতো টাইগারদের।

তবে চতুর্থ দিন (সোমবার) ১৬৮ রানেই অলআউট হয় বাংলাদেশ। ৩৭ রান নিয়ে শুরু করে ৪১ রানে থামেন অধিনায়ক মমিনুল হক। শূন্য হাতে খেলতে নেমে ২৯ রানে ফিরেন লিটন দাস। আর টেল-এন্ডারদের মধ্যে রুবেল হোসেন ১, আবু জায়েদ শূন্য রান করে ফিরেন। এছাড়া শূন্য রানে অপরাজিত ছিলেন এবাদত হোসেন।

প্রথম ইনিংসে ৪৪৫ রানে অলআউট হয় পাকিস্তান। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৩৩ রান।

তৃতীয় ও শেষ দফার সফরে আগামী ৫ এপ্রিল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ঐ সফরে একটি ওয়ানডেও খেলবে টাইগাররা। তবে তার আগে দেশে ফিরে জিম্বাবুয়ের সাথে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত বধ করে বিশ্বকাপ জিতলো বাংলাদেশ

ভারত বধ করে বিশ্বকাপ জিতলো বাংলাদেশ

জুনিয়রদের বিশ্বজয়ে সিনিয়রদের অভিনন্দন

জুনিয়রদের বিশ্বজয়ে সিনিয়রদের অভিনন্দন

লজ্জার রেকর্ডে নাম লেখালেন সাইফ

লজ্জার রেকর্ডে নাম লেখালেন সাইফ

চট্টগ্রামে হবে না জিম্বাবুয়ের কোন ম্যাচ

চট্টগ্রামে হবে না জিম্বাবুয়ের কোন ম্যাচ