ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড দলে ‘মুম্বাইয়ের’ প্যাটেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪২ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০
ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড দলে ‘মুম্বাইয়ের’ প্যাটেল

ভারতের বিপক্ষে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মুম্বাইয়ে জন্মগ্রহণ করা আজাজ প্যাটেলের। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া দুই টেস্ট সিরিজে ডাক পেয়েছেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি স্পিনার প্যাটেল।

ভারতে জন্মগ্রহণ করলেও প্যাটেলের শিশুকালে তার পরিবার নিউজিল্যান্ড চলে যায়। তবে বর্তমানে ৩১ বছর বয়সী এ স্পিনার সবসময়ই নিবিড়ভাবে ভারতীয় ক্রিকেটকে লক্ষ্য করে এবং সফরকারী অধিনায়ক বিরাট কোহলিকে ‘বিশ্ব সেরা’ মনে করেন।

দুই বছর আগে অভিষেক হওয়ার পরও প্যাটেল চিন্তায় ছিল ভারতের বিপক্ষে ওয়ানডে খেলা। তবে ভারতের বিপক্ষে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। সেখানে জায়গা পেয়েছেন বাঁ-হাতি স্পিনার প্যাটেল।

২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে প্রথম টেস্ট ক্রিকেট খেলেন প্যাটেল। তবে ব্ল্যাক ক্যাপস নির্বাচকরা অলরাউন্ডার মিচেল স্যান্টনারকে প্রাধান্য দেয়ায় প্যাটেলের খুব বেশি খেলার সুযোগ হয়নি।

বার্তা সংস্থা এএফপিকে প্যাটেল বলেছেন, আপনার সবসময় ক্রিকেট সম্পর্কে অনুভূতি থাকতে হবে এবং ভারতের অনেক বিখ্যাত খেলোয়াড়ের খেলা দেখতে হবে, যেমনভাবে আমি নিউজিল্যান্ডের খেলোয়াড়দের দেখছি।

কোহলির বিপক্ষে বোলিং করার সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, ‘যদি এমন সুযোগ আসে। তবে আমি এটি স্বযত্নে লালন করব।’

ঘরোয়া মৌসুমে প্যাটেলর ফর্মই তাকে স্যান্টনারের বদলে টেস্ট দলে জায়গা করে দিয়েছে। এ বিষয়ে দলের কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘আজাজকে দলে ফিরে পেয়ে আমরা উল্লসিত। তিনি বিদেশের মাটিতে দলের হয়ে দারুণ করেছে এবং নিউজিল্যান্ড কন্ডিশনে ঘরোয়া আসরেও ভালো করেছে।’

তবে প্রথম টেস্টে নির্বাচকরা চার পেসার খেলানোর কথা চিন্তা করায় সেরা একাদশে প্যাটেলের জায়গা পাওয়াটা নিশ্চিত নয়। চার পেসার নিয়ে সেরা একাদশ গঠন করলে টিম সাউদি, নেইল ওয়াগনার এবং ট্রেন্ট বোল্টের সাথে অভিষেক হতে পারে কাইল জেমিসনের। এছাড়া ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিমিত ওভারের সিরিজ মিস করা বোল্ট সুস্থ হয়ে টেস্টে ফিরেছেন।

অলাউন্ডার হিসেবে দলে আছেন ড্যারিল মিচেল। বাদ পেড়েছেন ওপেনিং ব্যাটসম্যান জিত রাভাল। ফিরেছেন টম ব্লান্ডেলও। এছাড়া এ ম্যাচ দিয়েই টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই একশ ম্যাচ খেলা বিশ্বের প্রথম ক্রিকেটার হতে যাচ্ছেন রস টেইলর।

নিউজিল্যান্ড দল
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং।


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবহীন টাইগার স্পিনেও জিম্বাবুয়ের ভয়

সাকিবহীন টাইগার স্পিনেও জিম্বাবুয়ের ভয়

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, প্রস্তুত জাহানারা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, প্রস্তুত জাহানারা

ফাফ ডু প্লেসিস এখন শুধু একজন খেলোয়াড়

ফাফ ডু প্লেসিস এখন শুধু একজন খেলোয়াড়

অস্ট্রেলিয়ায় দিবা-রাত্রির টেস্ট খেলবে ভারত

অস্ট্রেলিয়ায় দিবা-রাত্রির টেস্ট খেলবে ভারত