ধোনিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরাতে পারেন মোদি : শোয়েব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৬ এএম, ২১ আগস্ট ২০২০
ধোনিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরাতে পারেন মোদি : শোয়েব

ভারতের স্বাধীনতা দিবসে অর্থাৎ শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ করেই অবসর নেন ভারতের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে আগামী বছর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ধোনিকে আবারও জাতীয় দলে ফেরাতে পারেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনটাই মনে করেন পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতার।

পাকিস্তানের এই স্পিডস্টার নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘আগামী বছরের ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য ধোনিকে অনুরোধ জানাতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর অনুরোধ ফেরাতে পারবেন না ধোনি।’

২০১৯ সালের জুলাইয়ের পর ভারতের হয়ে আর খেলেননি ধোনি। সেটি ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল ছিল। ধোনির অবসরের পর অনেকেই বলেছেন, আইপিএলের ত্রয়োদশ আসরে নিজেকে প্রমাণ করে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই জাতীয় দল থেকে অবসর নিতে চেয়েছিলেন তিনি।

কিন্তু এ বছর করোনার কারণে আইপিএল পিছিয়েছে ছয় মাস আর টি-২টোয়েন্টি বিশ্বকাপটি পিছিয়েছে দু’বছর। তারপরও পুরনো সূচি অনুযায়ী আগামী বছর অক্টোবরে ভারতের মাটিতে হবে টি-টোয়েন্ট বিশ্বকাপ। তাই ওই বিশ্বকাপ হতে এখনও ১৪ মাস বাকি থাকায় দেরি না করে ভারতের স্বাধীনতা দিবসের দিনই অবসরের ঘোষণা দেন ধোনি। নিজের অবসর নিয়ে জল্পনাটা দীর্ঘায়িত করতে চাননি ভারতের হয়ে দু’টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

তবে ধোনিকে আবারও মাঠে দেখা যেতে পারে, বলে মনে করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। তিনি বলেন, ‘আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য ধোনিকে অনুরোধ করতেই পারেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। এমন সম্ভাবনাও রয়েছে বলে আমি মনে করি। ক্রিকেট থেকে ১৯৮৭ সালে অবসর নিয়েছিলেন পাকিস্তানের ইমরান খান। কিন্তু পরবর্তীতেও ক্রিকেট খেলে যাওয়ার জন্য ইমরানকে অনুরোধ করেছিলেন পাকিস্তানের জেনারেল জিয়া উল হক।'

`ইমরান তার কথা রেখেছিলেন ও খেলেছিলেন। পরে ১৯৯২ সালের অবসরে যান ইমরান। তাই মোদির অনুরোধে ধোনি আবার ক্রিকেটে ফিরতে পারেন। আর মোদির অনুরোধ ফেরানো সম্ভব হবে না ধোনির। সেক্ষেত্রে আবারো ধোনিকে মাঠে দেখা যেতে পারে।’

অধিনায়ক হিসেবে দু’টি বিশ্বকাপ জয়, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছেন ধোনি। এছাড়াও খেলোয়াড় হিসেবে ম্যাচ শেষ করার অনেক কীর্তিও আছে ধোনির। কিন্তু বিশ্ব ক্রিকেটের এমন ক্রিকেটারের এমন অবসর অনেকেই মেনে নিতে পারছেন না। ধোনির এমন অবসর নিয়ে সম্প্রতি শোয়েবের সাবেক অধিনায়ক ইনজামাম উল হকও মন্তব্য করেছেন।

ইনজামাম বলেছিলেন, ‘বিশ্বজুড়ে ধোনির কোটি-কোটি ভক্ত আছে। ধোনির ভক্তরা, তাকে আবারও মাঠে দেখতে মুখিয়ে ছিল। কিন্তু সে অবসরের সিদ্ধান্ত নিলো। সেটিও আবার ঘরে বসে। আমার মতে, এই মাপের একজন ক্রিকেটারের ঘরে বসে অবসর নেওয়া মানায় না। মাঠ থেকে অবসর নেওয়া উচিত ছিল তার।’

শোয়েবও চান ধোনি যেন মাঠ থেকে অবসর নেয়। তিনি বলেন, ‘ধোনিকে বিদায়ী ম্যাচ দিতে তৈরি ভারত। ধোনি যদি নিজে না চায়, সেটা আলাদা ব্যাপার। আমি চাইবো, ধোনি যদি দু’টো টি-টোয়েন্টি ম্যাচ খেলে বিদায় নিতে চায়, তাহলে স্টেডিয়াম পরিপূর্ণ থাকবে। এভাবেই তার অবসর নেওয়াটা উচিত হবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের কোচিং স্টাফে পাকিস্তানি পেসার

ইংল্যান্ডের কোচিং স্টাফে পাকিস্তানি পেসার

পাকিস্তান সফরে যেতে আপত্তি নেই রুটের

পাকিস্তান সফরে যেতে আপত্তি নেই রুটের

দ্বিতীয় ধাপের পরীক্ষায় যুবাদের মাঝে করোনা শনাক্ত

দ্বিতীয় ধাপের পরীক্ষায় যুবাদের মাঝে করোনা শনাক্ত

প্রোটিয়া নারীদের ইংল্যান্ড সফর বাতিল, নেপথ্যে ভ্রমণ বিধিমালা

প্রোটিয়া নারীদের ইংল্যান্ড সফর বাতিল, নেপথ্যে ভ্রমণ বিধিমালা