জয়ের সঙ্গে নিজেদের ঝালিয়ে নিল বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০১ এএম, ০৭ মার্চ ২০১৮
জয়ের সঙ্গে নিজেদের ঝালিয়ে নিল বাংলাদেশ

কলম্বোয় নিদাহাস ট্রফিতে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কান বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে সেই প্রস্তুতি ম্যাচে ৪১ রানের দারুণ এক জয় পেয়েছে মাহমুদুল্লাহরা।

প্রথমে ব্যাট করা বাংলাদেশের ১৮৬ রানের জবাবে ১৯ ওভারে ১৪৫ রানেই অলআউট হয়ে যায় লঙ্কান বোর্ড একাদশ। ফলে ৪১ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। টাইগারদের প্রায় সব বোলারই দারুণ বল করেছে। উইকেট পেয়েছেন রুবেল, তাসকিন, আবু হায়দার রনি, সৌম্য, নাজমুল অপু এবং মিরাজরা।

প্রস্তুতি ম্যাচ হিসেবে বেশ শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেই খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মূল স্কোয়াডে থাকা ধনঞ্জয়া ডি সিলভা দলটির অধিনায়ক। এছাড়া লঙ্কান বোর্ড সভাপতি একাদশে ছিলেন নিরোশান ডিকভেলা, সাদিরা সামারাবিক্রমা, লক্ষ্মন সান্দাকান, জেফ্রি ভ্যান্ডারসে, অ্যাঞ্জেলো পেরেরা, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারার মতো শ্রীলঙ্কার জাতীয় দলে খেলা ক্রিকেটাররা। দুই দলের একাদশেই ঘুরিয়ে-ফিরিয়ে ব্যাটিং-বোলিং করেছেন স্কোয়াডে থাকা ১৬ জনের প্রায় সবাই।

শ্রীলঙ্কান বোর্ড সভাপতি একাদশকে ১৯ ওভারে ১৪৫ রানে অলআউট করার পেছনে রুবেল হোসেন ৩ ওভার বল করে ১৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তাসকিন আহমেদ ৩ ওভারে ১৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট, আবু হায়দার রনি ৩ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট, সৌম্য সরকার করেছেন ২ ওভার। ১৭ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

এছাড়া নাজমুল অপু ১ ওভার বল করে ৩ রান দিয়ে নিলেন ১ উইকেট। মেহেদী হাসান মিরাজ ২ ওভারে ১০ রান দিয়ে নেন ১ উইকেট। সর্বোচ্চ ২৭ রান করেন নিরোশান ডিকভেলা।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ দল : ২০ ওভারে ১৮৬/৫ (লিটন ৪০, মুশফিক ৬৫, মাহমুদউল্লাহ ৪৩, আরিফুল ১৫*, নুরুল ১২*; ফার্নান্দো ২/২২, ড্যানিয়েলস ১/১৪, কুমারা ১/৫০, থিকশিলা ১/১০)

শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশ : ১৯ ওভারে ১৪৫ (ডিকভেলা ২৭, মুনাবিরা ১০, ধনঞ্জয়া ১৪, পেরেরা ২২, মিলান্থা ১৯, ড্যানিয়েলস ১০*)।


শেয়ার করুন :


আরও পড়ুন

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা

ম্যাককালামের ভাই মোস্তাফিজ

ম্যাককালামের ভাই মোস্তাফিজ

ব্যাংককের পর অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব

ব্যাংককের পর অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব

নিজেদের প্রস্তুত করতে ঘাম ঝড়ালেন টাইগাররা

নিজেদের প্রস্তুত করতে ঘাম ঝড়ালেন টাইগাররা